‘কাশ্মীর ফাইলস’ সম্পর্কে এক সময় প্রশ্ন করায় ক্ষেপে গিয়েছিলেন জন আব্রাহাম! এবার সেই ছবির কাছেই মুখ থুবড়ে পড়ল জনের ‘অ্যাটাক’

জন আব্রাহামের ছবি মানেই দর্শকের কাছে অ্যাকশনের সেরা ছবি। সুঠাম দেহে , অনবদ্য অ্যাকশনের মাধ্যমে এতদিন বক্স অফিস কাঁপিয়ে এসেছে অ্যাকশন ছবির দ্বারা। অ্যাকশন ছবির ঘরানাই যেনো জনের সৃষ্টি। কিন্তু এবার ছবির মুক্তি পেলেও সেদিকে যেনো দর্শকের কোনো ভ্রুক্ষেপই নেই।
আরও পড়ুন: “তুমিও কি নুসরাতের সাথে রোজা রাখবে?” ফেজ টুপিতে ছবি পোস্ট নিয়ে কটাক্ষের শিকার অভিনেতা যশ
গত ১ লা এপ্রিল মুক্তি পেয়েছে জন আব্রাহামের অ্যাকশন ছবি ‘অ্যাটাক।’ কিন্তু সেই ছবি রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। যে আশা নিয়ে ছবি তৈরি করা হয়েছিল ছবির মুক্তির পর ফলাফল রীতিমতো হতাশাজনক। প্রথম দু দিনে খুব জোর ৬ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে ছবিটি। এর থেকে স্পষ্ট বোঝা যায় দর্শক রীতিমতো মুখ ঘুরিয়ে নিয়েছেন জনের অ্যাকশন ছবির দিক থেকে।
তবে জনের ছবি যে এভাবে ফ্লপ হবেই সেই কথা আগেই কিছুটা হলেও আন্দাজ করা গিয়েছিল। এই মুহূর্তে বক্স অফিসে রমরমিয়ে যে ছবি কাঁপাচ্ছে তা হলো, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও দক্ষিণী সিনেমা ‘আর আর আর। ‘ এই দুই সুপারহিট সিনেমার কাছে যেনো এক তুড়িতে উড়ে গিয়েছে , জনের ‘অ্যাটাক। ‘ দর্শক মজে রয়েছেন অপর দুই সিনেমার ওপর।
আগামীদিনেও জনের ছবি যে খুব একটা আশার আলো দেখাবে না এখন থেকেই ঠাউর করা যাচ্ছে। প্রসঙ্গক্রমে বলা যায়, অ্যাটাকের প্রচারের সময়কালে জনকে কাশ্মীর ফাইলস নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি সরাসরি মন্তব্য করে উঠেছিলেন, ছবি তিনি দেখেননি সেইসঙ্গে ছবি প্রসঙ্গে কোনো মন্তব্য করার কোনো ইচ্ছেও নেই তাঁর। সেইসঙ্গে অভিনেতা সাংবাদিক মাধ্যমকে তীব্রভাবে আক্রমণ শানিয়ে বলেছিলেন, তাঁদের ইচ্ছাকৃতভাবে বিতর্ক সৃষ্টি করার কথা বলা হয়েছে সেই জন্য তাঁরা এসে বিতর্কের সূত্রপাত করছেন অন্য ছবির প্রচারে। জন প্রশ্ন তুলেছিলেন, তিনি গিয়েছিলেন , তাঁর ‘ অ্যাটাক ‘ ছবির প্রচারে সেখানে তিনি অন্য ছবির সম্পর্কে কেনো কথা বলবেন! রীতিমতো তিনি সাবধান করে দিয়েছিলেন, এই প্রসঙ্গে কোনো প্রশ্ন যেনো দ্বিতীয়বার না করা হয়।
তবে এবার সেই ছবির সামনেই একেবারে কাবু হয়েছে ‘অ্যাটাক। ‘ সমালোচকরা এবার এই নিয়ে কটাক্ষ শুরু করেছেন অভিনেতাকে একসময় যে ছবি তিনি ক্ষোভ দেখিয়েছিলেন সেই ছবিই এবার জনকে রীতিমতো এপ্রিল ফুল করে দিয়েছে।জন আব্রাহামের নিজস্ব প্রযোজনায় অ্যাটাক ছবির গল্প নির্মিত হয়েছে ভারতের প্রথম সোলজার সম্পর্কে। যেখানে অ্যাকশনের নতুনত্ব দেখালেও শেষ পর্যন্ত গোহারা হেরে গেলো বলেই মনে হচ্ছে।