গসিপ

“সিনেমা মাফিয়ারা তাঁকে হিংসা করেন, তিনি যাতে ব্যর্থ হন তারজন্য সবরকম চেষ্টা করেছিল,”- ফের বলিউডের অভিনেতার সম্পর্কে বিস্ফোরক মন্তব্য কঙ্গনা রানাউতের!

বলিউডের জগতে সর্বাধিক বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট ঘিরে ফের শুরু হয়েছে শোরগোল। অভিনেত্রী বিতর্ক নিয়েই যে থাকতে পছন্দ করেন তার প্রমাণ দেয় অভিনেত্রীর করা একের পর এক ইনস্টাগ্রাম পোস্ট। লক আপ নামে একটি শো এর সঞ্চালনায় রয়েছেন অভিনেত্রী, সেই শো এর সফলতা সম্পর্কে তিনি বলিউডের বহু অভিনেতাদের কটাক্ষ করেছেন।

আরও পড়ুন: “RRR” ছবি বক্স অফিসে একেবারে সুপারহিট! খুশি হয়ে ছবির টেকনিশিয়ানদের ১৮ লাখ টাকার সোনার কয়েক উপহার রামচরনের!

লকাআপ এর প্রসঙ্গ নিয়ে তিনি টেনে এনেছেন , অভিনেতা এসআরকে, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং, এমনকি শেষ পর্যন্ত কৌন বনেগা ক্রোড়পতির কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চন এর নামও তিনি উল্লেখ করে বলেছেন, একটা সময় সবাই সেরা সঞ্চালক হতে চেষ্টা চালিয়েছেন, কিন্তু তাঁর মতে তাদের মধ্যে অধিকাংশই সবাই ব্যর্থ হয়েছেন সঞ্চালকের ভূমিকায়। বলিউডের অভিনেতা অভিনেত্রী দের প্রায়শই দেখা যায় বিভিন্ন রিয়েলিটি শোতে সঞ্চালনের ভূমিকায়। অমিতাভ বচ্চন ও সলমন খান কে একমাত্র সফল সঞ্চালকের তালিকায় রেখে তিনি বাকি সকলের বিরোধিতা করেছেন একাধারে। অবশ্য সফলদের তালিকায় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজেকে রাখতে ভোলেননি।

আরও পড়ুন: বাংলা বনাম ইংরেজি ভাষার যুদ্ধে উত্তাল সোশ্যাল মিডিয়া, উঠে এলো এমন একজন বাঙালি যিনি বাংলায় লিখে হয়েছিলেন IAS

একতা কাপুরের ক্যাপটিভ রিয়েলিটি শো লক আপ যদি সফল হয় তাহলে তার সম্পূর্ণ কৃতিত্ব কঙ্গনা রানাওয়াতের। সম্প্রতি এই শো সম্পর্কে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন, সেখানে তিনি স্পষ্ট ভাবে বলেছেন, “সফল অভিনেতা এসআরকে, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং, – সঞ্চালক হওয়ার চেষ্টা করেছেন। তাদের কেরিয়ার রীতিমত সফল। কিন্তু তারা হোস্টিং করতে ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হোস্ট। শেষপর্যন্ত শুধুমাত্র অমিতাভ বচ্চন আর সলমন খান সফল হোস্টের কৃতিত্ব অর্জন করতে পেরেছে। এবং কঙ্গনা রানাউত একজন সুপার স্টার হোস্ট হওয়ার গৌরব অর্জন করেছে।”

সরাসরি তিনি এভাবে বলিউডের তাবড় তাবড় অভিনেতা দের ব্যর্থ বলে আক্রমণ করেছেন সোশ্যাল মিডিয়ায়। শুধুমাত্র এই মন্তব্য করেই থেমে থাকেননি তিনি সাথে সাথে আরও বলেন, সিনেমার মাফিয়ারা নাকি বরাবর তাঁর ওপর ঈর্ষা করে আসছেন। কিন্তু তিনি নিজের চেষ্টার দ্বারা কোনোভাবেই ব্যর্থ না হয়ে আজকের এই সফলতার জায়গায় পৌঁছেছেন। এমন বিস্ফোরক দাবি করেছেন তিনি। তবে অভিনেত্রী যে বারবার বিতর্কে জড়িয়ে যান একথা দর্শকদের ভালই জানা রয়েছে। একাধিকবার একাধিক অভিনেতা অভিনেত্রী দের ব্যক্তিগত আক্রমণ করেছেন তিনি এর পূর্বেও এবারেও তার ব্যতিক্রম হলোনা।

Related Articles

Back to top button