গসিপ

দ্বিতীয় ছেলে জেহর জন্ম দিতেই চাননি করিনা! শেষমেষ স‌ইফের জোর করায় তিনি দ্বিতীয় সন্তান গর্ভে ধারণ করতে বাধ্য হন

সন্তান জন্ম দেওয়ার অনেকরকম পদ্ধতির মধ্যে একটি হলো সারোগেসি। বর্তমানে সন্তান জন্মের ক্ষেত্রে অনেকেই এই পদ্ধতি অবলম্বন করে সন্তানের জন্ম দেন। এই বছর‌ সারোগেসির মাধ্যমে বলি ডিভা প্রিয়াঙ্কা চোপড়া একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তবে প্রিয়াঙ্কার পথে হাঁটতে চেয়ে ছিলেন আরেকজন‌ও। তিনি করিনা কাপুর। করিনা সাইফের দ্বিতীয় সন্তান জন্মের ক্ষেত্রে করিনা সারোগেসির সাহায্য নিতে চেয়েছিলেন। তবে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করিয়েছিলেন স‌ইফ।

আরও পড়ুন: ‘বুড়ি কেবল কচি সাজে’! ইস্মার্ট জোড়ির মঞ্চে দর্শকদের কড়া মন্তব্যের মুখোমুখি সোনালী

প্রথম পুত্র সন্তান তৈমুরের জন্ম দেওয়ার পর করিনার শরীরে যে বাড়তি মেদ জমে গিয়েছিলো, তা ঝরাতে যথেষ্ট কসরত করতে হয়েছিলো করিনাকে। তাই তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার সময় সারোগেসির সাহায্য নিতে চেয়েছিলেন। তার মনের ইচ্ছার কথা স‌ইফ আলি খানকে বলেও ছিলেন তিনি। তবে স‌ইফ এতে রাজি হননি। তার বক্তব্য ছিল, যখন তারা শারীরিকভাবে সক্ষম, স্বাভাবিকভাবে পৃথিবীতে দ্বিতীয় সন্তানকে আনবার জন্য তখন তারা কেন শুধু শুধু এই পদ্ধতি অবলম্বন করবেন? এরপর অনেক বোঝানোর পর স‌ইফের কথাতেই সম্মত হন করিনা, নিজের সন্তানকে দ্বিতীয়বার গর্ভে ধারণ করতে রাজি হন তিনি।

দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১২ তে সইফ আলি খান ও করিনা কাপুর খান বিয়ে করেন। এরপর ২০১৬ র ২০ এ ডিসেম্বর তৈমুরের জন্ম দেন তিনি। এর ঠিক কয়েক বছরের মধ্যেই দ্বিতীয়বার সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা করে ফেলেন তারা। কারণ তারা চেয়েছিলেন’ ছোট্ট তৈমুরের একটি সঙ্গী আসুক, সে তার ভাই বা বোনের সাথে খেলা করুক। এই কারণে আবার প্রেগনেন্সির প্ল্যানিং করতে শুরু করেন তারা, করিনা যখন লাল সিং চাড্ডার শুটিং করতে ব্যস্ত ছিলেন তখনই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া যায়। এই সময় একটি গুজব‌ও রটেছিল যে, আমিরকে নাকি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাননি কারিনা!

আরও পড়ুন: সোনার হৃদয় সলমনের! কঙ্গনার ধাকড় ছবির প্রশংসা করতেই নিন্দা ভুলে পাল্টা প্রশংসা করলেন কঙ্গনা!

২০২১ এ‌র ২১ শে ফেব্রুয়ারি করিনার কোল আলো করে আসে দ্বিতীয় সন্তান। করিনা দ্বিতীয় এই সন্তানের নাম রাখেন জেহ। জেহর‌ পুরো নাম রাখা হয় জাহাঙ্গীর আলি খান। প্রসঙ্গত উল্লেখ্য, জেহর এই নামকে ঘিরেও শুরু হয়েছিল বিতর্ক কারণ ইতিহাসে একটি অত্যাচারী মুসলিম শাসকের নাম ছিলো জাহাঙ্গীর। তাই তাদের দ্বিতীয় সন্তানের নাম অত্যাচারী মুসলিম শাসকের নামে রেখেছে বলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হন করিনা স‌ইফ।

Related Articles

Back to top button