সলমনকে জঘন্য অভিনেতা আর শাহরুখকে প্রিয় অভিনেতা বলেছিলেন করিনা, কী ঘটেছিল তারপর?

‘বডিগার্ড’ সিনেমায় সলমন আর করিনার জুটি রীতিমতো ঈর্ষণীয় হয়ে উঠেছিল আর দর্শকমহলেও প্রশংসা কুড়িয়েছিল তাদের অভিনয়। রিল লাইনের মতো রিয়েল লাইফেও এই দুই তারকার সম্পর্ক খারাপ নয়, বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুজনের। বডিগার্ড ছাড়াও একাধিক ছবিতে তারা একসাথে অভিনয় করেছেন কিন্তু অনেকেই হয়তো জানেন না ক্যারিয়ারের শুরুর দিকে এই সলমনকে একদমই পছন্দ করতেন না করিনা। এমনকি প্রকাশ্যে সলমন খানকে তুলোধোনা করেছিলেন তিনি, অন্যদিকে বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। ঠিক কী বলেছিলেন তিনি আর কী বা ঘটেছিলো তারপর জানেন?
আরও পড়ুন: রোদগরমে ভারী চেহারার মহিলাদের সুইমস্যুট পরার পরামর্শ দিলেন স্বস্তিকা
সলমন খান সম্পর্কে করিনা পরিষ্কার বলেছিলেন, তিনি একেবারেই সলমন ভক্ত নন। এমনকি সলমনকে খুব খারাপ অভিনেতাও বলেছিলেন করিনা। অন্যদিকে আমির ও শাহরুখ সম্পর্কে একদম অন্যরকম মন্তব্য করেছিলেন করিনা। দুই অভিনেতার অভিনয়ের প্রশংসা করলেও শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন তিনি। আমির খান সম্পর্কে অভিনেত্রী বলেছিলেন, আমির ভালো অভিনয় করেন। ‘হাম হে রাহি পেয়ার কে’,‘কয়ামত সে কয়ামত তাক’-এ আমিরকে বেশ ভালো লেগেছে তার।
শাহরুখ খানের সম্পর্কে তিনি বলেছিলেন, “আমি শাহরুখ খানের ভক্ত। আমি ওকে ভালোবাসি। ওর সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো না। যদি আমি শুরু করি তবে বলা শেষ হবেনা। বলিউডে অমিতাভ বচ্চন ও শাহরুখ খান এই দুইজন অভিনেতাকে আমি শ্রদ্ধা করি। শাহরুখের মধ্যে এমন কিছু রয়েছে যাতে প্রতিটা মেয়েরই ইচ্ছা হয় যে বাবা-মায়ের সঙ্গে তার আলাপ করাবে।
আরও পড়ুন: অক্ষয় কুমারের পর বিমল ইলাইচির বিজ্ঞাপন প্রসঙ্গে মুখ খুললেন অজয় দেবগণ
২০০০ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সাথে রিফিউজিতে অভিনয়ের মধ্য দিয়ে করিনা কাপুরের বলিউডে প্রবেশ ঘটে। এরপর ‘কভি খুশি কভি গম’ ও ‘অশোক’ সিনেমার মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি নিজের আসন পাকা করেন। তার প্রথম দিকের এই কয়েকটি সিনেমা সাফল্য লাভ করলেও এরপরের দিকের বাণিজ্যিক সিনেমাগুলি ভীষণভাবে ব্যর্থ হয় এবং সমালোচিত হয়। এরপর ২০০৪ সালে চামেলি সিনেমায় একটি যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে তিনি প্রশংসা অর্জন করেন, একইসাথে এই বছর ‘দেব’ চলচ্চিত্রে দাঙ্গাকবলিত এক নারী আলিয়ার ভূমিকায় তার অভিনয় সকলের দৃষ্টি আকর্ষণ করে। এই দুটি সিনেমায় তাকে বলিউড ইন্ডাস্ট্রিতে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল, এরপর জব উই মেট সিনেমায় অভিনয় করে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি।
উল্লেখ্য করিনার সলমনকে জঘন্য অভিনেতা বলার কথা শুনে সলমন কোন প্রতিক্রিয়া না দিলেও তিনি এই বিষয়টিকে মোটেই ভাল চোখে দেখেননি বলে শোনা যায় আর শাহরুখ খানও কখনোই এই বিষয়ে জনসমক্ষে কিছু বলেননি।