হুবুহু সুশান্তের মত মেয়েদের সম্মান করেন কার্তিক আরিয়ান! কার্তিক ফিরিয়ে আনলেন সুশান্ত সিং রাজপুতের স্মৃতি!

আমরা কোনো ভালো জিনিস দেখলে যেমন একে অন্যের সাথে তুলনা করি, ঠিক তেমনি তারকাদের মধ্যেও তুলনার প্রসঙ্গ আসে। এই যেমন কার্তিক আরিয়ানের সাথে সুশান্ত সিং রাজপুতের মিল খুঁজে পাচ্ছেন নেটাগরিকরা। কার্তিক আরিয়ানকে একজন ভদ্রলোক বলে সুশান্তের সাথে তুলনা করেছেন তারা। মৃত্যুর দু বছর পরেও সুশান্ত সিং রাজপুত আজও তার অনুরাগীদের স্মৃতিতে বেঁচে আছেন। সম্প্রতি কার্তিক আরিয়ানের করা একটি কাজ সুশান্তের স্মৃতিকে আবার উসকে দিল। সুশান্তের সাথে আরও পড়ুন: কার্তিকের মিল খুঁজে পেলেন সকলে।
আরও পড়ুন: জ্যোতিষীর কথায় সুফল পেয়েছেন বলি তারকারাও! পরিশ্রমে নয়, জ্যোতিষীর ওপর বিপুল আস্থা এই সব তারকাদের!
২০ মে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুলভুলাইয়া ২’ ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে কিয়ারা আডবাণী কার্তিকের বিপরীতে অভিনয় করছেন। এই ছবির ট্রেলার লঞ্চের সময় দেখা গেল যে সহকর্মী কিয়ারার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কার্তিক- এই দৃশ্য দেখেই সুশান্তের কথা মনে পড়ে গেল সকলের।
ঠিক কী হয়েছিলো ‘ভুলভুলাইয়া ২’ এর ট্রেলার মুক্তির দিন? এই দিন কিয়ারার পোশাক নিয়ে কিছু একটা সমস্যা হচ্ছিল সেই সময় ক্যামেরার লেন্সের হাত থেকে তাকে খুব ভালোভাবে উদ্ধার করেন কার্তিক। একজন প্রকৃত ভালোমানুষের মতো সহকর্মীর অসুবিধা বুঝে তাকে সাহায্য করেছেন তিনি, যা দেখে সকলেই তাকে ভদ্রলোক, ভালো মানুষ ইত্যাদি বলতে শুরু করেছেন।
ঠিক এই একই কাজ করেছিলেন সুশান্ত সিং রাজপুতও। ২০১৭ তে কৃতী শ্যাননের সাথে সুশান্ত অভিনীত ‘রাবতা’ ছবি মুক্তি পায়। এই ছবিটি মুক্তির সময়ও সুশান্ত ঠিক কার্তিকের মত এগিয়ে এসেছিলেন কৃতির দিকে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ছবিটির প্রচারের সময় একটি অনুষ্ঠানে দেখা যায় মিনি স্কার্ট পরে এসেছেন কৃতি কিন্তু বসার সময় যাতে কৃতির কোন রকম সমস্যা না হয় সেই কারণে সুশান্ত সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন সহশিল্পীর সমস্যা এইভাবে খুব কম মানুষই বুঝতে পারেন যারা বুঝতে পারেন তারা প্রকৃতপক্ষে ভদ্রলোক হন।
View this post on Instagram
২০২২ এ কার্তিক ও ঠিক এই একই কাজের রিপিট টেলিকাস্ট করলেন। এক অনুরাগী সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় ট্রেলার লঞ্চের দিন কিয়ারা লাল রঙের একটি মিনি স্কার্ট পরে এসেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে কার্তিক কিয়ারা দুজনেই পাশাপাশি দুটি চেয়ারে বসে আছেন। নায়িকা কার্তিককে কিছু বলছেন আর সঙ্গে সঙ্গে কার্তিক উঠে সামনে দাঁড়িয়ে পড়লেন কৃতির। এই দৃশ্য দেখে সকলে কার্তিকের ব্যবহারে মুগ্ধ হয়ে গেলেন। তারা এই দৃশ্য দেখে সুশান্তের কথা মনে করলেন। ভিডিওতে একজন মন্তব্য করে লিখেছেন, সত্যিই ভদ্র লোক। একজন আবার বলেছেন, এই জন্যই আমি তাকে ভালোবাসি। অন্য একজন লিখেছেন, তিনি একজন ভালো মানুষ। বলাই বাহুল্য এই ভিডিওটি ভীষণভাবে শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং অসংখ্য মানুষ এতে লাইক করেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য ‘ভুলভুলাইয়া ২’ ছবিটি ২০০৭ সালের ভুলভুলাইয়া ছবির সিক্যুয়েল। ভুলভুলাইয়া ছবিতে অক্ষয় কুমার, বিদ্যা বালান, শাইনি আহুজা, আমিশা প্যাটেল রাজপাল যাদব অভিনয় করেছিলেন আর ‘ভুলভুলাইয়া ২’ তে
কার্তিক,কিয়ারার সাথে দেখা যাবে তাব্বু রাজপাল যাদবকে।