গসিপ

ক্যাটরিনা থেকেও দেখতে সুন্দর তার মা! ক্যাটরিনার মায়ের সৌন্দর্য দেখে মুগ্ধ বলি তারকারাও!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ১৪ বছর বয়সে জুয়েলারির বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে ছিলেন পরবর্তীতে চলচ্চিত্র জগতে আসেন তিনি। ২০০৩ এ ‘বুম’ছবিতে অংশগ্রহণ করেছিলেন ও ২০০৫ সালে সরকার ছবিতে অভিষেক বচ্চনের বিপরীতে ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ ছবিতে সালমান খানের সাথে জুটি বাঁধেন তিনি এরপর ২০০৭ এ ‘নমস্তে লন্ডন’ ছবিটির মধ্য দিয়ে সাফল্য লাভ করেছিলেন তিনি। পরবর্তীতে ক্যাটরিনার অভিনীত ‘পার্টনার’ ও ‘ওয়েলকাম’ ছবি দুটি তাকে বিশাল পরিচিতি এনে দিয়েছিল। এরপর ক্যাটরিনাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, একটার পর একটা সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।

আরও পড়ুন: জিলিপি তে তো কম প্যাঁচ থাকে, ঋতুপর্ণা তাই আমৃতি! ঋতুপর্ণাকে প্যাঁচালো মনের বললেন খরাজ! কোন দিকে মোড় নিল ঘটনা?

সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মায়ের জন্মদিন পালন হল। সত্তর বছরে পা দিলেন ক্যাটরিনা কাইফের মা। ক্যাটরিনার মায়ের নাম সুজান। জন্মদিনের সেলিব্রেশন বলে কথা তাই মায়ের জন্মদিন উপলক্ষে ক্যাটরিনা ও তার সব ভাইবোনেরা একসাথে হাজির হয়েছিলেন মায়ের কাছে। বৃহস্পতিবার এই সমস্ত ছবি ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। এরপরই নেটাগরিকদের মধ্যে একটা হৈ চৈ পড়ে যায়। তবে আশ্চর্যের বিষয় হলো এই হইচইয়ের কেন্দ্র ক্যাটরিনা নন, অন্যকেউ!

আসলে অভিনেত্রী প্রায়শই ছবি দিলেও তার মায়ের ছবি খুব একটা আপলোড করেন না। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে যেসকল ছবি দেন তা বেশিরভাগই তার সিনেমার প্রচার বিষয়ক। মাঝেমধ্যে তার বোনেদের সাথে তার ছবি দেখা যায়। সম্প্রতি ভিকি কৌশলের সাথেও কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তবে মায়ের ছবি সেভাবে খুব একটা বেশি দেননি। বলতে গেলে একেবারেই হাতেগোনা মায়ের কিছু ছবি আপলোড করেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

এই কারণে অনেকেই ভাবেন যে, অভিনেত্রীর মা হয়তো ক্যামেরার সামনে স্বচ্ছন্দ বোধ করেন না বা কোন একটি বিশেষ কারণে অভিনেত্রী হয়ত তার মায়ের ছবি বেশি দেন না। কিন্তু এইবারে রীতিমতো জাঁকজমকপূর্ণভাবে মায়ের জন্মদিন পালন করেছেন ক্যাটরিনা।

আরও পড়ুন: “ফেলুদা বানিয়েছি নিজের জন্য! দর্শকদের যদি ভালোলাগে সেটা উপরি পাওনা” বললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

বলিউডের ব্যস্ত এই নায়িকা সব সময় নিজের কাজ নিয়ে মেতে থাকলেও সময় পেলে নিজের পরিবার পরিচিত ও আপনজনদের সাথে সময় কাটাতেও ভোলেন না তিনি। তার প্রমাণ আরো একবার পেলেন তার অনুরাগীরা।
ক্যাটরিনা এইবার তার মায়ের জন্মদিনে সকল ভাই-বোনদের নিয়ে হাজির হয়েছিলেন মায়ের কাছে। সেখানে গিয়ে তিনি মায়ের ছবি তুলেছেন এবং সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন। সেই সকল ছবিগুলি দেখে মুগ্ধ হয়েছেন দর্শক, মুগ্ধ হয়েছেন ৭০ বছরের সুজানকে দেখেও।

সুজানের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে। এই ছবি দেখে অনেকেই সুজানের সৌন্দর্যের প্রশংসা করেছেন। অনেকে আবার বলেছেন ক্যাটরিনার মা সুজান ক্যাটরিনার থেকে অনেক বেশি সুন্দর। অনুরাগীদের পাশাপাশি ক্যাটরিনার বলিউডের বন্ধু বান্ধব ও সহকর্মীরা ও সুজানের ছবি দেখে নিজেদের মুগ্ধতার কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, ক্যাটরিনার মা সুজান পেশায় একজন আইনজীবী। এছাড়া সমাজসেবার সাথেও যুক্ত তিনি। ক্যাটরিনার বাবা মহম্মদ কাইফ একজন ব্যবসায়ী। এছাড়াও পরিবারে ক্যাটরিনার তিন বড় বোন এবং তিন ছোট বোন রয়েছেন। ক্যাটরিনার একজন ভাই ও আছেন।

Related Articles

Back to top button