গসিপ

KGF খ্যাত অভিনেতা যশের মোট সম্পত্তির পরিমাণ জানেন কি? জানলে চোখ কপালে উঠবে আপনার!

‘KGF: Chapter 2’ এই জ্বরে আক্রান্ত এখন সারা দেশ। দেশের জনগণের মধ্যে সাম্প্রতিক সময় ঘটতে থাকা মূলত দুটি বিষয় নিয়ে বেশি মাথাব্যথা ছিল। তার মধ্যে একটি রণলিয়া জুটির সাত পাঁকে বাঁধা পড়ার অনুষ্ঠান আর একটি ‘KGF: Chapter 2’ এর রিলিজ নিয়ে। ইতিমধ্যেই ছবি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে রয়েছে। তবে এই বিখ্যাত ছবি খ্যাত অভিনেতা যশের ব্যক্তিগত জীবন নিয়ে কতোটা জানেন আপনারা? ছিলেন এখন সামান্য বাস চালকের ছেলে আজ তিনি এত বড় সুপারস্টার। সেই কাহিনী সম্পর্কেই আজ জানানো আপনাদের।

আরও পড়ুন: বিমল এলাইচি’র বিজ্ঞাপন ঘিরে উত্তেজনা তুঙ্গে, এবার শাহরুখ – অজয়ের পাশে এই নতুন সুপারস্টার কে?

১) আসল নাম এবং পরিচয় – কর্ণাটকের বুভানাহাল্লি গ্রামে জন্ম হয়েছিল তাঁর , আসল নাম ছিল নবীন কুমার গৌড়া। সিনেমা জগতে প্রবেশের পরেই নাম পরিবর্তন হয়ে যায় যশ। বাবা অরুণ কুমার ছিলেন একজন সামান্য বাস ড্রাইভার। এডুকেশন সোসাইটি থেকে নিজের পড়াশোনা করেছেন যশ। তারপর তিনি নিজের পরিশ্রমের মাধ্যমে আজ এই জায়গায়।

২) অভিনয় জীবনে আসা- বিখ্যাত নাট্যকার বি.ভি. কারান্থের ‘বেনাকা নাটক মণ্ডলী’তে যোগদান করেছিলেন যশ নিজের পড়াশোনা শেষ করার পরেই। যেখানে তিনি দীর্ঘদিন ধরে নাটকের কাজ শিখতে থাকেন। ২০০৪ সালে কন্নড় সিরিয়াল ‘নন্দা গোকুল’-এ প্রথম আত্মপ্রকাশ ঘটে যশের। ‘জাম্বাদা হুডুগি ‘ নামের আর একটি কন্নড় ছবিতে ২০০৭ সালে প্রথমবার অভিনয় করেন যশ যেখানে টনি সেকেন্ড লিড হিসেবে ছিলেন। ‘মোগিনা মনসু’ ছবিতে প্রথম যশকে একটি মুখ্য চরিত্র হিসেবে দেখা গিয়েছিল। মোট সুপারহিট ছবির মধ্যে ২০ টি তাঁর অভিনয় করা।

আরও পড়ুন: নববর্ষ সেলিব্রেট করলেন শেষ পর্যন্ত মদ খেয়ে! মীরের কান্ড দেখে দর্শকরা রীতিমতো কটাক্ষ করেছেন

মোট সম্পত্তির পরিমাণ এবং পারিশ্রমিক – যশ ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন KGF ছবির জন্য তবে এবার প্রথমের থেকে বহু গুণ বেশি ৩০ কোটি টাকা নিয়েছেন। ব্যাঙ্গালোরের পশ কলোনিতে প্রেস্টিজ গল্ফ অ্যাপার্টমেন্টে অবস্থিত ‘উইন্ডসর ম্যানর’-এ মোট ৬ কোটি টাকা মূল্যের একটি এপার্টমেন্ট কিনে সেখানেই পরিবার নিয়ে থাকতে শুরু করেছেন। যশ এর মত সম্পত্তির মালিক প্রায় ৮৬ কোটি টাকা।

গাড়ি – ৮৫ লাখ টাকার মার্সিডিজ বেঞ্জ ডিএলএস, ৪০ লাখ টাকার পাজেরো স্পোর্ট, ৭০ লাখ টাকার রেঞ্জ রোভার, ৭৮ লাখ টাকার মার্সিডিজ বেঞ্জ জিএলসি এতগুলি বিলাসবহুল সব গাড়ি মজুত রয়েছে অভিনেতার।

ব্যক্তিগত জীবন – অভিনয় করার সময়ই তিনি প্রেমে পড়েছিলেন রাধিকা পণ্ডিতের সাথে। তারপর তাঁরা দুজনেই নিজেদের পেশার দিকে মন দিলেও ২০১৬ সালে সাত পাঁকে বাঁধা পড়েন এই জুটি। ‘Yatharv Yash’ এবং ‘Ayra‘ নামের তাঁদের দুই ছেলে মেয়ে রয়েছে।

Related Articles

Back to top button