গসিপ

জিলিপি তে তো কম প্যাঁচ থাকে, ঋতুপর্ণা তাই আমৃতি! ঋতুপর্ণাকে প্যাঁচালো মনের বললেন খরাজ! কোন দিকে মোড় নিল ঘটনা?

সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত জনপ্রিয় সিনেমা ‘বেলা শেষে’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে এই সিনেমার মধ্য দিয়ে দাম্পত্য সম্পর্কের নানান রকম দিক ফুটে উঠেছিল, তার সাথে ছিল বাঙালিয়ানা, পরিবারের সদস্যদের মধ্যেকার রসায়ন। সব মিলিয়ে মিশিয়ে মজুমদার পরিবারের সদস্য গুলোকে ভালবেসে ফেলেছিলেন দর্শক, বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্য পেয়েছিল এই ছবি। এরপর মাঝখানে কেটে গিয়েছে সাতটি বছর। দর্শকদের বেলাশেষের প্রতি এত ভালোবাসা দেখে আবার মজুমদার পরিবারকে সকলের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়ে পরিচালক জুটি শিবপ্রসাদ নন্দিতা তৈরি করেন ‘বেলা শুরু’। সাত বছরের মধ্যে মজুমদার পরিবারের চরিত্র গুলো আরো বেশি পরিণত হয়েছে, বন্ধনগুলোও গাঢ় হয়েছে। তবে বেলা শেষে ছবির বড় জামাই খরাজ মুখোপাধ্যায় কিন্তু এখনো আগের মতই রসিক আছেন। তাইতো বেলাশুরুতে কাজ করা অভিনেতা-অভিনেত্রীদের একটা করে মিষ্টির নামে নাম দিয়ে দিলেন তিনি।

আরও পড়ুন: “ফেলুদা বানিয়েছি নিজের জন্য! দর্শকদের যদি ভালোলাগে সেটা উপরি পাওনা” বললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

আগামী ২০শে মে ‘বেলাশুরু’ মুক্তি পেতে চলেছে। সৌমিত্র চট্টোপাধ্যায় স্বাতীলেখা সেনগুপ্ত ছাড়াও এই ছবিতে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রানী দত্ত ,অপরাজিতা আঢ্য, শংকর চক্রবর্তী, মনামি ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি বেলাশুরুর নতুন প্রচার ভিডিওতে দেখা গেলো রীতিমত বোমা ফাটাচ্ছেন খরাজ!

বেলা শুরুর পরিবারের এক এক জন সদস্যের নাম তিনি দিলেন মিষ্টির নামে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম দিলেন রাবড়ি! স্বাতীলেখা সেনগুপ্ত তার কাছে পান্তুয়া! পরিচালক নন্দিতা রায় তাঁর ভাষায় গুড় আর শিবপ্রসাদ জলভরা সন্দেশ! শিবপ্রসাদের বাইরেটা শক্ত ভেতরটা নরম সেই কারণে এমন নাম।

আরও পড়ুন: আগামীতেও টুপি পরে মসজিদে যাবো! আমার যা মনে হবে তাই করবো! রাজ চক্রবর্তীর এমন মন্তব্যের পিছনে কী কারণ জানেন

অপরাজিত আঢ্য তার কাছে রসগোল্লা কারণ তার হাসিটাই রসগোল্লার সমান। ইন্দ্রানী দত্তের নাম তিনি দিলেন চমচম। ঋতুপর্ণার নামের ক্ষেত্রে রীতিমত ধামাকা করলেন অভিনেতা। খরাজের কথায় ঋতুপর্ণার নাম জিলিপি, তারপর আবার নাম বদলে বললেন, জিলিপিতে তো কম প্যাচ থাকে তাই অমৃতি! ঋতুপর্ণার মনের মধ্যে যে কি আছে তা বোঝা খুব কঠিন, কী যে সে করতে পারে তাও বোঝা যায় না। এই কারণেই তার সেই নাম।

মনামি ঘোষকে তিনি বললেন বোঁদে কিংবা মিহিদানা। অন্যদিকে প্রদীপ ভট্টাচার্য্য হলেন বহরমপুরের ছানাবড়া বা কালোজাম। অনিন্দ্যকে বললেন পুরীর জিভে গজা, খরাজের কথায়, ও একটু রহস্যজনক। ওর ভিতরে যে কী রয়েছে তা বোঝা যায়। জনপ্রিয় অভিনেতা শংকর চক্রবর্তী খরাজের কাছে মোরব্বা, অন্যদিকে অভিনেতা সুজয় হলেন কালাকাঁদ।

Related Articles

Back to top button