জীবনে কাকে ভুলতে চান? প্রশ্নের উত্তরে কী বললেন কিয়ারা

বলিউডের জনপ্রিয় ‘শেরশাহ’ ছবির শহীদ ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও ডিম্পল চিমার চরিত্রের কথা সকলেরই মনে আছে। এই সিনেমা থেকেই সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদ্বানির জুটি রীতিমতো হিট হয়ে যায়। তবে অনস্ক্রিন এই কেমিস্ট্রি অফস্ক্রিনেও জমে উঠেছিলো বলে জানা যায়। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও জুটি বেঁধে ফেলেছিলেন দুজনে। কিন্তু কিছুদিন আগেই সম্পর্ক ভেঙে গেছে দুজনের মধ্যে। জনপ্রিয় এই জুটির বিচ্ছেদের খবর মানতে পারেননি দর্শকেরা তাই বারবার উঠে এসেছে এই প্রসঙ্গ। সম্প্রতি ‘ভুলভুলাইয়া ২’ ছবির ট্রেলার লঞ্চের প্রেস কনফারেন্সেও কিয়ারা আদ্বানিকে সম্পর্ক ভাঙার প্রসঙ্গটি ফেস করতে হয়। সিদ্ধার্থ মালহোত্রা কে ঘিরে প্রশ্ন করা হয় তাকে, তবে দমে যাওয়ার মেয়ে নন অভিনেত্রী কিয়ারা। সাংবাদিকদের মুখের উপরই সোজাসাপ্টা জবাব দেন কিয়ারা।
আরও পড়ুন: সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে অনুষ্কা শর্মা- টাকার জন্য বিক্রি হয়ে যাননি ৭ সেলিব্রেটি
গত মঙ্গলবার কিয়ারা আদ্বানি ও কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুলভুলাইয়া ২’ এর ট্রেলার লঞ্চ করেছে। ট্রেলার লঞ্চের উদ্দেশ্যে এইদিন একটি প্রেস কনফারেন্স ডাকা হয়। সেই প্রেস কনফারেন্সেই কিয়ারাকে সিদ্ধার্থ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিলো। তাদের সম্পর্কের বিষয় ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছিল কিন্তু খুব সুন্দরভাবে সেই প্রসঙ্গটিকে সামলে নিয়েছেন বিচক্ষণ অভিনেত্রী।
এইদিন এক সাংবাদিক অভিনেত্রীকে প্রশ্ন করে বসেন, “এই যে ভুলভুলাইয়া, আপনার জীবনে কি এমন কেউ আছে যাকে আপনি ভুলতে চান?” এরপর কিছু না ভেবেই কিয়ারার সপাট জবাব,“কাউকে ভুলতে চাই না! যারাই আমার জীবনে এসেছে আমাকে কিছু না কিছু দিয়ে গিয়েছে। কেন চাইব ভুলতে!” অর্থাৎ কারোর প্রতি তার কোন ক্ষোভ নেই, সকলের কাছ থেকেই কিছু না কিছু শিখছেন তিনি, এটাই তিনি বলতে চাইলেন। প্রসঙ্গত উল্লেখ্য, ‘ভুলভুলাইয়া’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই অক্ষয় কুমারের সাথে কার্তিকের তুলনা টানা হচ্ছে। কেউ কেউ বলেছেন, এই ছবিতে নতুন কিছু নেই, তাই অনেকেই এই ছবি থেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন।
একটি সংবাদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সিদ্ধার্থ কিয়ারার প্রেম ভেঙে গিয়েছে। এখন তারা একে অপরের সাথে দেখা করেন না। তবে কী কারণে এই বিচ্ছেদ হয়েছে তা এখনো জানা যায়নি। তবে সিদ্ধার্থ আর কিয়ারার একজন ঘনিষ্ঠ জানিয়েছেন, আজকাল একটুতেই লোক একে অপরের থেকে আকর্ষণ হারিয়ে ফেলে। ওদের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। উল্লেখ্য গত সপ্তাহে সিদ্ধার্থ আর কিয়ারার বিচ্ছেদের খবর পাওয়ার পর থেকেই অনেকেই বলছেন কিয়ারা আর কার্তিকের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। যদিও এই সম্পর্কের কোনো প্রমাণ এখনও অবধি মেলেনি।