শর্ট ড্রেসের সঙ্গে লাখ টাকার ব্যাগ! চুটিয়ে প্যারিস ঘুরছেন সুপারস্টার শুভশ্রী, ব্যাগের দাম শুনলে চোখ কপালে উঠবে সাধারণ মানুষের

রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী টলিউডের দুই অতি পরিচিত নাম। শুধু পরিচিত দুই নাম এটুকু বলেই ক্ষান্ত থাকা যাবে না। আসলে এই পরিচালক আর অভিনেত্রী জোড়া দম্পতি। এঁদের ঘর আলো করে আছে, এঁদের একমাত্র পুত্র সন্তান ইউভান। এই ছেলের দুই বছরের জন্মদিনে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিলেন তারকা দম্পতি। ছেলের জন্মদিন বিদেশে কাটানো আর নিজেদের একটা বড়সড়ো ব্রেক নেওয়া দুটি কাজ একসাথে হয়ে যাবে। প্যারিসে চুটিয়ে আনন্দ করছে রাজ-শুশ্রী ও তাঁদের ছোট্ট ছেলে ইউভান। আর তাঁদের বিদেশ ভ্রমণের সমস্ত ছবি খুব যত্ন সহকারে অভিনেত্রী পোস্ট করছেন তাঁর ইন্সটাগ্রামে।
সেইসব প্যারিস ডায়েরির ছবি গুলির মধ্যে নজর কাটছেন অভিনেত্রী নিজেই। প্যারিসে অভিনেত্রীর পোশাক থেকে জুতো ব্যাগ সবই বেশ নজর কেড়েছে দর্শকের। ঠিক যতটা চোখ বাঁধানো আউটফিট ঠিক তেমনি দামি জুতো আর ব্যাগ। এসব সাধারন মানুষের আয়ত্তের একবারে বাইরে।
সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীকে দেখা গেছে আইফেল টাওয়ারের সামনে বসে পোজ দিতে। তবে অভিনেত্রীর সৌন্দর্যের থেকে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর পোশাক। এদিন অভিনেত্রী পরনে ছিল সাদার উপর গোলাপি ফুলের মোটিফের কাজ করা এই মনোটোন। এই পোশাকে অভিনেত্রী কে এতই সুন্দর দেখতে লাগছিল যে তাঁর অনুরাগীরা প্রশংসা করে লিখেছিলেন কোন জায়গায় ঠিক কি রকম পোশাক পরা উচিত সে সম্পর্কে বেশ ভালই ফ্যাশন সাইন্স আছে অভিনেত্রীর।
কোমর পর্যন্ত বডি ফিট প্যাটার্ন রয়েছে এই মনোটোনে। আর ফ্লোরাল ড্রেস বর্তমানে তো পোশাকের জগতে ট্রেন্ডইং। কোমরের নীচের অংশ থেকে রয়েছে ফ্লেয়ারড ডিটেলিং। পোশাকের দুদিকে দুটো নুডুল স্ট্র্যাপ রয়েছে। সঙ্গে রয়েছে ডিপ নেকলাইন। অভিনেত্রী পোশাকে যে বেশ ভালই স্বাচ্ছন্দ তা স্পষ্ট বোঝা গেছে। এছাড়া অভিনেত্রীর পোশাকটিকে খুব ভালোভাবে ক্যারিও করছিলেন।
তবে শুধু পোশাক নয়, দৃষ্টি আকর্ষণ করেছে অভিনেত্রীর ব্যক্তি ও। এত সুন্দর পোশাকের সঙ্গে অফহাইট আর ব্ল্যাকের কম্বিনেশন এর ব্যাগটি বেশ দৃষ্টি আকর্ষণীয়। এই ব্যাগটি ব্যালেনসিয়াগো কোম্পানির। বিদেশি কোম্পানি হয়েও ভারতীয়দের মধ্যে দেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই কোম্পানি। মূলত এই কোম্পানির স্টাইলিং অ্যাক্সেসরিজগুলি বেশ ভালই আকর্ষণীয়। যেহেতু এটি একটি বিদেশি কোম্পানি সেহেতু নিঃসন্দেহে এই ব্যাগের দাম প্রায় আকাশ ছোঁয়া। কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে বর্তমানে এই ব্যাগটির দাম ১,২১৬ মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় হিসেবটা ১ লক্ষ টাকা। শুধু ব্যাগ বলে না, এই কোম্পানির অন্যান্য আরো অনেক রকমের অ্যাক্সেসরিজ রয়েছে। শুধু ব্যাগের দাম থেকেই তো বুঝতে পারছেন যে তাহলে সেই সমস্ত অ্যাক্সেসরিজ গুলির দাম একেবারে আগুন।