সামনে এসেছে টলিউডের “ইন্ডাস্ট্রি” প্রসেনজিৎ এর মাধ্যমিকের রেজাল্ট, অভিনয়ে ১০০ তে ১০০ পেলেও কত পেয়েছিলেন মাধ্যমিকের রেজাল্টে?

প্রসেনজিৎ চ্যাটার্জি, টলিউডের এনার নাম স্বর্ণাক্ষরে খোদাই করা। দশকের পর দশক ধরে দর্শকদের উপহার দিয়েছেন প্রচুর সুপারহিট মুভিস। টলিউডে তাঁকে “ইন্ডাস্ট্রি” বললেই বোঝা যায় যে কার কথা বলা হচ্ছে। অর্থাৎ তিনি নিজের কাজের প্রতিভার মধ্য দিয়ে একটা গোটা ইন্ডাস্ট্রি হয়ে উঠেছেন একাই। অভিনয় জগতে পেয়েছেন প্রচুর জনপ্রিয়তা, নাম যশ খ্যাতি সবকিছুই। কিন্তু বর্তমান মহানায়ক কত পেয়েছিলেন মাধ্যমিকের খাতায়?
১৯৬৮ সালে বাবার হাত ধরে ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন ছোট্ট প্রসেনজিৎ। অনেক ছোট বয়সেই তাঁর কর্মজীবন শুরু হয়। শিশু শিল্পী হিসেবে টলিউডে আসলো পরবর্তীকালে নায়ক হয়ে ওঠেন সিনেমার পর্দার। শিশু শিল্পী হিসেবে প্রথম কাজ করেন তাঁর বাবা বিশ্বজিৎ চ্যাটার্জী পরিচালিত সিনেমা “ছোট্ট জিজ্ঞাসা” তে। তারপর ওই যে বললাম শিশু শিল্পী থেকে হয়ে উঠেছেন পর্দার নায়ক। ১৯৮৩ সালে নায়ক হিসেবে প্রথমবার কাজ করেন। ছবির নাম ছিল “দুটি পাতা”।
২৪শে জুলাই ১৯৮০ তে প্রয়াত হন উত্তম কুমার। এদিকে প্রসেনজিৎ টালিউডে আসেন ১৯৮৩ সালে। যখন প্রসেনজিৎ নায়ক হয়ে ওঠার যাত্রা পথ শুরু করেন তখন টলিউড হারায় তাদের “মহা – নায়ক” উত্তম কুমারকে। আমাদের সকলেরই জানা উত্তম কুমারের সাথে প্রসেনজিতের বাবার বেশ একটা পারিবারিক সম্পর্কই গড়ে উঠেছিল। জেঠুকে হারিয়ে খানিক ভেঙে পড়লেও অভিনয় জগতে সোজা হয়ে দাঁড়ান প্রসেনজিৎ। করে যান একের পর এক হেড সিনেমা। আর ধীরে ধীরে হয়ে ওঠেন তৎকালীন বাঙালির কাছে মহানায়ক।
অভিনয়ের পিছনে নিজের সবটুকু ঢেলে দিয়ে প্রচুর কিছু অর্জনও করেছেন অভিনেতা। অভিনয় জগতে ১০০ তে ১০০ পেলেও নিজের মাধ্যমিকের রেজাল্ট এ কত পেয়েছিলেন তিনি? সম্প্রতি রিলিজ হয় ছোট পর্দার রানী রাসমণি হিসেবে পরিচিত দিতিপ্রিয়া রায় ও প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত সিনেমা “আয় খুকু আয়”। এই সিনেমার প্রচারকার্য চলার সময় এই অভিনেতা নিজের মাধ্যমিকের রেজাল্টের কথা বলেছিলেন। শুধু অভিনয় জগতেই নয়, মাধ্যমিকের রেজাল্টেও তিনি পেয়েছিলেন ৬০ % এর উপরে। অর্থাৎ এটুকু স্পষ্ট যে নিজের জীবনে শুধু অভিনয় নয় পড়াশোনার ক্ষেত্রেও তিনি যথেষ্ট ভালো।