গসিপ

রূপে জগদ্ধাত্রী, কি দারুন দেখতে! রইল জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের নতুন নায়িকার পরিচয়

প্রথম সারির বাংলা টেলিভিশন জগতে জি বাংলা জনপ্রিয় একটি চ্যানেল। স্টার জলসার সাথে পাল্লা দিতে জি বাংলা হঠাৎই তার দর্শকদের চমকিত করেন নতুন সিরিয়ালের মাধ্যমে। জি বাংলাতে আসতে চলেছে নতুন ধারাবাহিক “জগদ্ধাত্রী”। ধারাবাহিক যেমন নতুন তেমনি নতুন সে ধারাবাহিকের মুখ্য চরিত্র। টেলিভিশন জগতে নতুন মুখ। যার নামে ধারাবাহিকের নামকরণ অর্থাৎ জগদ্ধাত্রী। সে ধারাবাহিকের মুখ্য চরিত্র নতুন কনটেন্টের সাথে নতুন মুখের এক অসাধারণ মেলবন্ধন করেছে জি বাংলা। জানেন কি তিনি আসলে কে?

নতুন ধারাবাহিক “জগদ্ধাত্রী” তে জগদ্ধাত্রীর চরিত্রে যিনি অভিনয় করছেন তার নাম অঙ্কিতা মল্লিক। এই অভিনেত্রীর নাম বা মুখ সকলেরই অজানা, অচেনা। তার কারণ এটি তার ক্যারিয়ারের প্রথম কাজ। এর আগে তিনি ছিলেন পেশাগতভাবে মডেল। তবে এর আগে কিন্তু তিনি বহু ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়াও করেছেন বহু শাড়ির বিজ্ঞাপনে মডেলিং। বেশ কয়েকটি বড় বড় হোডিং এ মডেল হিসেবে আপনারা দেখে থাকতে পাবেন তাকে।

জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে প্রথম কাজ করার সুযোগ তাকে দিয়েছেন পরিচালক স্নেহাশীষ চক্রবর্তী। অভিনেত্রী নিজে জানিয়েছেন যে ক্যারিয়ারে শুরুতেই জগদ্ধাত্রী হিসেবে তাকে বেছে নেওয়ার জন্য তিনি স্নেহাশিস এর কাছে কৃতজ্ঞ। সংবাদ মাধ্যমের সামনে অভিনেত্রী বলেন, “আমাকে জগদ্ধাত্রী হিসেবে বেছে নেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আমাকে জগদ্ধাত্রী হিসেবে গড়ে তোলার জন্য অশেষ ধন্যবাদ”।

এই ধারাবাহিকে অভিনেত্রীর বিপরীতে অর্থাৎ জগদ্ধাত্রী স্বামীর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়। এর আগে সৌম্যদীপকে “ত্রিশূল” ধারাবাহিকে দেখা গিয়েছিল যা টেলিকাস্ট হতো কলার্স বাংলায়। জগদ্ধাত্রী ধারাবাহিকে জগদ্ধাত্রীর মতোই তিনিও একজন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার এর চরিত্রে থাকবেন।

শাড়িতে জগদ্ধাত্রীকে কেমন লেগেছে তা তো আমরা প্রোমোতেই দেখেছি। তবে সে কিন্তু শাড়ির সাথে ওয়েস্টার্ন ড্রেসেও সমানভাবে সাহসী। অর্থাৎ একই অঙ্গে দুই রূপ। ঠিক যেমন ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছে জগদ্ধাত্রী একটি ঘরোয়া, গৃহকর্ম নিপুনা, শান্তশিষ্ট এবং ভীতু প্রকৃতির মেয়ে। যে একা হাতে বনেদি বাড়ি দুর্গাপুজোর সামাল দিতে পারে। ঠিক আবার শাড়ির সাথে স্নিকার্স করে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার হয়ে উঠতে তার বেশি সময় লাগে না।

Related Articles

Back to top button