গসিপ

নেই কোন অহংকার কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও, জনপ্রিয় অভিনেত্রী এবং স্টারকিড হ‌ওয়া সত্ত্বেও কোয়েল মল্লিক বিদেশে গিয়ে ট্রেনে যাতায়াত করেন!

বর্তমানে সেলিব্রিটিদের থেকে কোয়েল মল্লিক বরাবরই আলাদা। টলিউডের বিখ্যাত নায়িকা হলেও তিনি বিভিন্ন পুজো পার্বণ অনুষ্ঠানে বাড়ির সদস্যদের সাথে কাটান, নিজের জন্মদিন ঘরোয়া ভাবে পরিবারের মানুষজনদের সাথে পালন করেন, একই সাথে মেনে চলেন নিজের সংস্কৃতিকেও। নিজে জনপ্রিয় নায়িকা তার উপরে আবার রঞ্জিত কন্যা তিনি, তা সত্ত্বেও তার আচার-আচরণে এতটুকু অহংকার প্রকাশ পায় না। নিশপাল সিংয়ের ঘরণী কোয়েল তার সন্তানকেও সাধারণভাবেই বড় করতে চান লাইয়ামলাইটের বাইরে রাখতে চান। তাই সেভাবে খুব একটা ঘনঘন ছবি ছাড়েন না ছেলের।

মাঝেমধ্যেই অভিনেত্রীর নানা রকম ভিডিও প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ায় যেখানে রঞ্জিত মল্লিকের সাথে তার খুনসুটির বিভিন্ন দৃশ্য ধরা পড়ে। একবার একটি রিল ভিডিওতে যেমন দেখা গিয়েছিলো যে, লুকিয়ে মিষ্টি খাচ্ছেন রঞ্জিত মল্লিক আর কোয়েল সেটা দেখতে পেয়েই বাবাকে বকা দিতে শুরু করলেন। আরেকটি রিল ভিডিওতে দেখা গিয়েছিলো জল দিয়ে গাছের পরিচর্যা করছিলেন কোয়েল। এমন সময় তার বাবা তাকে ডাকতে আসেন, বাবা রঞ্জিত মল্লিক কাছে আসতেই জলের ফোয়ারাটা বাবার দিকে ঘুরিয়ে দেন কোয়েল। ভিজে যান রঞ্জিত মল্লিক।

নিজের বাবা-মা, স্বামী সন্তান‌ও নিজের কাজ নিয়েই আছেন কোয়েল। সম্প্রতি অভিনেত্রী নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন, যেটি দেখার পর দর্শকরা তার প্রশংসায় পঞ্চমুখ, আর হবে নাই বা কেন? ছবিটিতে দেখা যাচ্ছে বিদেশে গিয়ে রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন কোয়েল অপেক্ষা করছেন রেলের জন্য! এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সকলে ধন্য ধন্য শুরু করে দিয়েছেন। বর্তমান সময়ে এই দেখনদারির যুগে যেখানে মানুষ কোন একটি ধারাবাহিকে কাজ করেই নিজেদের চালচলন বদলে ফেলে, নিজেদের চালচলন এর মধ্যে সেই স্ট্যাটাস দেখাতে শুরু করে, সেখানে কোয়েল যার সম্পত্তির কোন অভাব নেই, সে চাইলেই বিদেশে গাড়িতে চাপতে পারতো, কিন্তু একজন সাধারণ মানুষের মতো বিদেশে গিয়ে সে ট্রেনে চাপে। এতেই বোঝা যায় কোয়েলের সিম্প্লিসিটি কতটা!

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

Related Articles

Back to top button