গসিপ

বলিউডে খান-কুমার রা যেখানে কোটি কোটি টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন, সেখানে ছবির নায়িকা মেরে কেটে ১০ কোটি! প্রকাশ্যে অক্ষয় কুমারকে তোপ দেগেছিলেন কৃতি শ্যানন

বলিউডের জগতে অনেকটাই নবাগত অভিনেত্রী কৃতি শ্যানন। তবে নতুন মুখ হলেও অভিনয়ের দিক দিয়ে বেশ তুখোড় অভিনেত্রী। ইতিমধ্যেই বেশ অনেকগুলি ছবিতে দেখা গিয়েছে মুখ্য চরিত্র হিসেবে তাঁকে। তবে অভিনেত্রী কিন্তু বেশ স্পষ্টবাদী। তিনি নতুন হলেও একেবারেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পিছপ হননা। বলিউড জগতের সেরকমই একটি গোপন দিক নিয়ে তিনি প্রকাশ্যে কথা বলেছিলেন। বলিউডে ঘটে যাওয়া দিনের পর দিন দ্বিচারিতা নিয়ে একমাত্র অভিনেত্রী মুখ খুলেছিলেন। বলিউডের ক্ষেত্রে অভিনেতা ও অভিনেত্রী দের যে একইভাবে দেখা হয়না সেই অভিযোগ অনেকদিন আগেকার হলেও অভিনেত্রী কৃতি প্রথম আঙুল তুলেছিলেন সরাসরি অভিযোগ করে।

আরও পড়ুন: লাল-নীল-সবুজ রঙের ট্রেনের বগি, বিভিন্ন রকমের এই রঙের পেছনের আসল রহস্যটা ঠিক কি ?

অভিনেতাদের পারিশ্রমিক অভিনেত্রীদের তুলনায় প্রায় চার গুণ অধিক হয়ে থেকে অধিকাংশ ক্ষেত্রে। তিনি প্রথম ক্ষোভ প্রকাশ করেছিলেন, যেখানে খান , কুমাররা অভিনয়ের ক্ষেত্রে ১০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন সেখানে অভিনেত্রীরা খুব বেশি হলে ১০ কোটি টাকাতেই থেমে যায়। বলিউডের এই চরম অন্ধকারের দিকটা যা সবার কাছে অজানা এবং এই রীতি চলেই আসছে বহুদিন ধরেই সেই নিয়েই তিনি প্রথম মুখ খুলেছিলেন l

বচ্চন পান্ডে ছবিতে তিনি অক্ষয় কুমারের সাথে অভিনয় করেছিলেন। ছবিটি বলিউডের একটি অত্যন্ত বিগ বাজেটের ছবি ছিল। যে কারণে ছবিতে অক্ষয় কুমারের পারিশ্রমিক ছিল কোটি কোটি টাকা কিন্তু অন্যদিকে অভিনেত্রী কৃতির পারিশ্রমিক ঢের ঢের কম ছিল। তিনি বলিউড জগতে নতুন হওয়ার কারণে পারিশ্রমিক কিছুটা যে কম হবে সেটা স্বাভাবিক হলেও এতটা কম তিনি মেনে নিতে পারেননি। তারপরেই একটি সাংবাদিক বৈঠকে যখন অক্ষয় কুমার মজা করতে গিয়ে বলেছিলেন, কৃতি এবং আমি যখন হাতে চেক পেলাম ওটাই ছিল আনন্দের মুহূর্ত। ঠিক সেই সময় একেবারে সাহসী ভাবে কৃতি অভিনেতার সামনেই বলেছিলেন, “আমার থেকে তোমারটা অনেক বেশি ছিল। ”

আরও পড়ুন: বলিউড ইন্ডাস্ট্রিতে এবার দেখা যাবে যীশু সেনগুপ্ত কে! একেবারে করিশ্মা কাপুরের সাথে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা

অক্ষয় কুমারের পাশে বসে একেবারে সাহসী হয়ে কৃতি এই কথা স্পষ্টভাবে বলতে পেরেছিলেন। তিনি একবার বলেছিলেন, পিতৃতান্ত্রিক মানসিকতার প্রভাবেই এই তারতম্য ঘটতে দেখা যায় সবসময়। মানসিকতার বদল নিয়ে আসা প্রয়োজন। এর আগেও কেবল অভিনেত্রী কৃতি নন বহু অভিনেত্রী এই পারিশ্রমিকের বৈষম্য নিয়ে কথা তুলেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত একইভাবে চলছে সেই প্রক্রিয়া।

Related Articles

Back to top button