বাহুবলী ছবির জন্য শ্রীদেবীর চাওয়া পারিশ্রমিক নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি – দক্ষিণী পরিচালক রাজামৌলীর সম্পর্কে তোপ দেগেছিলেন প্রয়াত অভিনেত্রী!

একের পর এক দক্ষিণী সিনেমা বক্স অফিস কাঁপাতে শুরু করেছে। ‘আরআরআর ‘ এর আকাশছোঁয়া সাফল্যের পর তো বলাই যায় এখন একমাত্র দক্ষিণী ছবির বাজার চলছে। তবে প্রতিটি দক্ষিণী ছবির নেপথ্যে যাঁর অবদান রয়েছে তিনি আর কেউ নন বাহুবলী থেকে শুরু করে আরআরআর প্রতিটি ছবির পরিচালক রাজামৌলী। দক্ষিণী সিনেমার বাজার দর এত উচ্চ হওয়ার পর স্বাভাবিক ভাবেই পরিচালকের বর্তমানে ভীষণ সাফল্য দিকে দিকে ছড়িয়েছে। একের পর এক ধামাকা দার ছবি দিয়ে নতুন নতুন রেকর্ড তৈরি করছেন তিনি। এমনকি বিশ্বের সব সাফল্যের শিখরে থাকা পরিচালকদের সাথে তাঁর নাম একসাথে উচ্চারিত হচ্ছে।
তবে একদিকে সাফল্য আর একদিকে সমালোচনা দুইই চলছে সমানভাবে। একের পর এক ছবির অভূতপূর্ব সাফল্যের পরেই পরিচালকের সাথে পূর্বের নানা বিতর্কিত ঘটনা যেনো মাথাচাড়া দিয়ে এখন সামনে আসছে। কিছুদিন আগেই পরিচালকের সম্পর্কে এমন একটি মন্তব্য সামনে এসেছে যে ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে যোগসূত্র রয়েছে প্রয়াত এভারগ্রীন মহিলা সুপারস্টার শ্রীদেবীর। তবে বর্তমানের সাপেক্ষে কথাটি প্রাসঙ্গিক না হলেও ওই সময়ের পরিপ্রেক্ষিতে ঘটনাটি অত্যন্ত সাড়া ফেলেছিল।
প্রয়াত অভিনেত্রী বিস্ফোরক মন্তব্য করেছিলেন পরিচালকের সম্পর্কে। পরিচালক রাজামৌলী শ্রীদেবীর সাথে খারাপ আচরণ করেছেন। ঘটনাটি যে সময়ের সেসময় পর্দায় বাহুবলী ছবির এত তোলপাড় করা সাফল্য তখনও আসেনি। তবে সুপারহিট এই ছবি মুক্তি পাওয়ার কিছুদিন পূর্বেই এমন বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন অভিনেত্রী শ্রীদেবী। এমন বিস্ফোরক মন্তব্যের শিকার হয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে একপ্রকার ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন পরিচালক। ঘটনার সূত্রপাত ঘটেছিল, বাহুবলী এর শিবগামী চরিত্রে পরিচালক প্রথম শ্রীদেবীকে প্রস্তাব দিলেও তিনি ফিরিয়ে দিয়েছিলেন।
পরবর্তী সময় পরিচালক একটি অনুষ্ঠানে গিয়ে শ্রীদেবীকে নিয়ে কটাক্ষ করেছিলেন। যেখানে তিনি অভিনেত্রীকে বদমেজাজি, এমনকি তাঁর চাওয়া পারিশ্রমিক নিয়ে কথা তুলেছিলেন। শ্রীদেবীর কানে এই কথা যাওয়ার পর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, তিনি এই কথা শুনে খুব অবাক হয়ে গিয়েছেন। তিনি ভাবতেই পারেননি পরিচালক তাঁর সম্পর্কে এমন কথা বলতে পারে। এমনকি তিনি বলেন, বাহুবলী র আগে তিনি বহু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কিন্তু যিনি অভিনয় করেননি তাঁকে টেনে এনে খারাপ মন্তব্য করা অত্যন্ত খারাপ আচরণের লক্ষ্মণ। যা পরিচালকের অভদ্রতার পরিচয় দেয়।