কমেডিয়ান থেকে রাতারাতি স্টার হওয়া মুনওয়ারকে হিন্দু দেবদেবী নিয়ে অশালীন মন্তব্যের জেরে মাশুল দিতে হয়েছিলো! তার হাত থেকে বেরিয়ে গিয়েছিল ডজন খানেক শো, তারপর?

একদিকে যখন সালমান খানের বিগ বস জোরকদমে চলছে তখন বলিউডের অপর কুইন’ কঙ্গনা রানাওয়াত ‘লক আপ’ নিয়ে উপস্থিত হয়েছিলেন। দীর্ঘ সময় ধরে ওটিটতে চলা এই শো দর্শকদের মনোরঞ্জন করেছে। তবে অবশেষে লক কাপের প্রথম সিজনের সমাপ্তি ঘটলো, এই সিজনে জয়ী হলেন মুনওয়ার ফারুকী। প্রথম সিজনে জয়ী হয়ে লক আপ থেকে বেরিয়ে এলেন মুনওয়ার ফারুকী, কঙ্গনা রানাওয়াত সিম্বলিক লকআপ ট্রফি তুলে দিলেন বিজেতার হাতে।
আরও পড়ুন: ডায়েট ভুলে সাধারণ মানুষের মতো আইসক্রিম খাচ্ছেন প্রসেনজিৎ! রিল ভিডিও ভাইরাল হতেই শোরগোল!
মুনওয়ারের এই বিজয় দেখে লক আপের দর্শক থেকে শুরু করে ভক্ত মহল সকলেই অত্যন্ত খুশি হয়েছেন। মুনওয়ার তার দুই বন্ধু সায়েশা শিন্দে ও অঞ্জলি আরোরার কাছ থেকে সাহায্য পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না মুনওয়ারের ব্যক্তিগত জীবন কতটা স্ট্রাগেলিং ছিল। stand-up কমেডিয়ান থেকে রাতারাতি স্টার হয়ে ওঠা এই মানুষটি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়ে ছিলেন।
Janta aur #KanganaRanaut, dono ka favourite @munawar0018 ko milti hai #LockUpp ke Atyaachari Jail se Badass Bail!
Heartiest congratulations! 🎊#MunawarFaruqui #KanganaRanaut @itsmetejasswi @kkundrra @EktaaRKapoor @altbalaji pic.twitter.com/y7D8KfPP6G
— MX Player (@MXPlayer) May 7, 2022
১৯৯২ এ গুজরাটের জুনাগড়ের একটি মুসলিম পরিবারে জন্মান তিনি, এরপর গুজরাট দাঙ্গার সময় তার পরিবার মুম্বাইতে চলে আসেন। তাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভাল না হওয়ায় মাত্র ১৭ বছর বয়স থেকে কাজ করতে হয়েছে তাকে। স্কুলে পড়ার সময় থেকেই কাজ শুরু করেছিলেন মুনওয়ার, সেই সময় একটি মাটির দোকানে কাজ করতেন তিনি। এরপর ২০ বছর বয়সে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন। ২০১৭ তে ওটিটি প্লাটফর্মে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে কাজ করতে শুরু করেন। সবকিছু ঠিক ঠাকই চলছিলো হঠাৎ গত বছর জানুয়ারি মাসে হিন্দু দেবদেবী নিয়ে অশালীন মন্তব্য করে বসার জন্য ইন্দোর পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনায় গোটা দেশজুড়ে তার নাম ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: শ্রীদেবী কন্যা জাহ্নবী দাদাগিরির মঞ্চে এসে বাংলায় কথা বললেন! বাংলায় দাদাকে বললেন ‘তাড়াতাড়ি করো’
জেল থেকে ছাড়া পাওয়ার পর ১২ টি শো তার হাত ছাড়া হয়ে গিয়েছিলো, এই সময় তিনি যখন অত্যন্ত হতাশ হয়ে stand-up কমেডি ছাড়ার কথা ঘোষণা করেন তখনই একতা কাপুরের প্রোডাকশন হাউজের তরফ থেকে লক আপের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রস্তাব আসে তার কাছে। তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং অন্যকে হাসাতে শুরু করেন। অনেকেই হয়ত জানেন না, লক আপের সবথেকে হাসিখুশি প্রাণোচ্ছল এই প্রতিযোগীর জীবনে কষ্টের অনেক জায়গা রয়েছে। খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন তিনি, যে বিয়ে তার সুখের হয় নি। তাদের একটি সন্তান থাকলেও গত দেড় বছর ধরে তারা স্বামী স্ত্রী আলাদা থাকেন এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই সেটেই অঞ্জলির সাথে তার বন্ধুত্ব দর্শকদের নজর কেড়েছিল, এমনকি সকলের সামনে অঞ্জলি তাকে আই লাভ ইউ ও বলেছিলেন।