গসিপ

মুসৌরি থেকে ফিরে সোজা বিয়ের পিঁড়িতে মধুমিতা? নববধূর সাজে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করায় প্রশ্ন তাঁর অনুরাগীদের

মধুমিতা সরকার, টলিউডের এখন বেশ পরিচিত একটি নাম মধুমিতা। ধারাবাহিকের আর ধরে অভিনয় জগতে পদার্পণ করলেও পা রেখেছেন অভিনয়ের অন্যান্য ক্ষেত্রেও। খুব অল্প সময়ের মধ্যে মানুষের মন জয় করে নিতে সার্থক হয়েছেন অভিনেত্রী। কিন্তু এবার তার পোস্ট ঘিরে বেশ একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে। অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রীকে।

লাল রঙের বেনারসি, কপালে চন্দন, নাকে নোলক, আর গা ভর্তি গয়না পরে একেবারে নববধূর সাজে হাজির অভিনেত্রী। তাঁর ওয়েস্টার্ন ড্রেসের বাইরে বেরিয়ে চোখে ধাঁধা বসিয়ে দিলেন “চিনি”। এই ফটোতে দেখা যাচ্ছে কখনো আয়নার সামনে দাঁড়িয়ে সেজে উঠছেন তিনি। আবার কখনো আনমনা দৃষ্টিতে তাকিয়ে আছেন আকাশের দিকে। নববধূর এমনই সব ইঙ্গিত পূর্ণ ছবি লেন্সবন্দি হয়েছে।

এরই একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “বাঙালি বধূরা যা করে থাকে”। নববধূ রূপে মধুমিতাকে দেখে একেবারে আনন্দে আত্মহারা অনুরাগীরা। মাত্র এক ঘণ্টার মধ্যেই ১৩ হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন রিলটিকে। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন। চলতি বছরেই শহর ছেড়ে মুসৌরি থেকে স্লো ট্রিপ করে আসলেন অভিনেত্রী। আর এসেই এমন চমক লাগানো সাজ। তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন মাধুমিতা? যদিও এসব প্রশ্নের কোন উত্তর দেননি অভিনেত্রী।

প্রসঙ্গত টেলিভিশনের হাত ধরে অভিনয় জগতে পদার্পণ করেন মধুমিতা। প্রথম ধারাবাহিকের হাত ধরেই পাখি চরিত্রের মাধ্যমে দর্শকদের মনে বেশ খানিকটা জায়গা করে রেখেছেন এখন। টেলিভিশনের পাশাপাশি কাজ করেছেন সিনেমাতে। গত জুলাইতেই মুক্তি পেয়েছিল মধুমিতা অভিনীত “কুলের আচার”। এই ছবিতে মধুমিতার পাশাপাশি দেখা গিয়েছে বিক্রম চট্টোপাধ্যায় এবং ইন্দ্রানী হালদার কেও। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।

আবার অভিনয় জগতের আরেকটি ক্ষেত্র ওটিটিতেও পা রেখেছেন মধুমিতা। বড় পর্দার পাশাপাশি ওটিটিতে “শ্রীকান্ত” ও “উত্তরণ” এর মত ভালো ওয়েব সিরিজ আছে অভিনেত্রীর ঝুলিতে। এত কিছুর পাশাপাশি রয়েছে আরও বড় একটি সুখবর। বাংলা অভিনয় জগতের সাথে সাথে তিনি পা রেখেছেন দক্ষিণী সিনেমা জগতে। দক্ষিণের একটি সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে এবং তাঁর বিপরীতে দেখা যাবে দক্ষিণের আরো একজন প্রিয় অভিনেতাকে। মোটকথা নিজের ক্যারিয়ার নিয়ে ভীষণই ব্যস্ত রয়েছেন মধুমিতা।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

Related Articles

Back to top button