“আমি চাইলে সেই অভিনেতার নামে অনেক কিছুই বলতে পারি” – টলিপাড়ার কোন্ অভিনেতার প্রসঙ্গে একথা বলেন অভিনেত্রী মধুমিতা

দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় একটি নতুন সম্পর্কের ইঙ্গিত পাওয়া গিয়েছিল যা নিয়ে পরবর্তীতে সময় যত এগিয়েছে আরও রটনা হয়েছে। তবে এবার সব গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মুখ খুলেছেন যাঁকে ঘিরে এত সমালোচনা সেই অভিনেত্রী মধুমিতা। ২০২০ সালের পর একসাথে একটি ছবি করার পর থেকেই সেই গুজব আরও অধিক পরিমাণে হতে শুরু করেছে। কিন্তু এতদিন সমস্ত কিছুর কোনো জবাব না দিয়ে থাকলেও এবার একেবারে সমস্ত ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী। মুখে কুলুপ এঁটে থাকলেও এবার তাঁর সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে তাই আর চুপ থাকতে পারলেন না।
মৈনাক ভৌমিকের ছবির সেটে এক সহ অভিনেতার সাথে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। ছবির সেটে আলাপ থেকে সেই বন্ধুত্ব প্রেম পর্যন্ত গড়িয়েছিল বলেই শোনা যায়। তারপর সেই সম্পর্কে নিয়ে অন্দরে বহু জলঘোলা হলেও মুখ খোলেননি অভিনেত্রী। কিন্তু এবার একসাথে সব প্রশ্নের সপাটে জবাব দিয়েছেন তিনি, তিনি জানিয়েছেন, যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাঁকে নিয়ে লেখালিখি করছে, যদিও অভিনেত্রী বলেছেন তাঁর নিয়ে লিখলে তাঁর দেখতে ভালই লাগে কারন তার থেকে তিনি বুঝতে পারেন তিনি কোনো ভালো কাজ করেছেন তাই তাঁকে নিয়ে এত লেখালিখি হচ্ছে।
তারপরেই অভিনেত্রী যে অভিনেতার সাথে তাঁর নাম জড়িয়েছে তাঁকে একহাত নিয়েছেন। তিনি জানিয়েছেন যে অভিনেতার সাথে জড়িয়ে তাঁর নামে এত কুৎসা রটানো হচ্ছে সেই অভিনেতা তাঁর যোগ্যই নয়। এমনকি তিনি জানিয়েছেন, তাঁর সময় নষ্ট করার মতো এত সময় মোটেই নেই হাতে। অভিনেত্রী বলেছেন নিজের জায়গা বহু কষ্ট করে অর্জন করার পরে তিনি এত সহজে সেই জায়গা নষ্ট করে দিতে মোটেই চাননা।
আরও পড়ুন: ছোট ইউভান শিখে ফেললো আই লাভ ইউ বলতে! ভাইরাল সেই আদো গলার ভিডিও
ঘনিষ্ঠ মহল অন্য কথা বলছে, সেই অভিনেতা নাকি মধুমিতার বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। অভিনেতার নাম প্রকাশ না করলেও তিনি যে সৌরভ দাস ছাড়া আর কেউ নন সেকথা অনেকেই ধরে নিয়েছেন ইতিমধ্যেই। তবে অভিনেতাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, প্রেমিকা অনিন্দিতা বসুর সাথে তিনি দিব্যি রয়েছেন। তাঁরা দুজনই খুব ভালোই আছেন তাই তৃতীয় ব্যক্তির প্রবেশ নিয়ে কোনো মন্তব্য চাননি তিনি।