গসিপ

‘হিরো রাত ৩টেয় ডাকলেও যেতে হবে, এক নম্বর নায়কদের সঙ্গে রাত কাটালেই কাজের অভাব হত না’! কোন বলিউড নায়ককে ইঙ্গিত করলেন মল্লিকা শেরাওয়াত?

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। বলিউডের যেকোনো ছবিতেই বড় পর্দার সাহসী দৃশ্য মানেই মল্লিকা। তার হট এন্ড বোল্ড লুকে পাগল ছিল একসময় দর্শক। তার সেক্সি ফিগার, ছিপ ছিপে শারীরিক গঠন আর মোহময়ী চাহনিতে ফুল হতো সিনেমা হল। কিন্তু হঠাৎই সিনেমা থেকে সরে যান অভিনেত্রী। বর্তমানে কান চলচ্চিত্র উৎসবে দেখা যায় তাকে। তবে সিনেমার পর্দা থেকে বেশ কয়েক বছর দূরে রেখেছেন নিজেকে।

সম্প্রতি রজত কাপুরের “আরকে” ছবিতে দেখা গেছে অভিনেত্রীকে। সেই ছবির প্রচারের কাজে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তেমনই এক প্রচারে মল্লিকাকে প্রশ্ন করা হয় যে তিনি কেন এতদিন সিনেমা জগত থেকে দূরে ছিলেন? সেই কথার উত্তর দিতে গিয়েই বিস্ফোরক অভিনেত্রী। অভিনেত্রী বলেন, “আমি কম্প্রোমাইজ করিনি বলেই কাজ পাই না। আসলে, বলিউডের এক নম্বর নায়কদের সঙ্গে রাত কাটালেই পর পর ছবি পাওয়া যায়। এটাই নিয়ম বলিউডের!” শুধু তাই নয়, অভিনেত্রী আরো জানান, “বলিউডে যে কোনও একটা দলে থাকতেই হবে। আর সেই দলে থাকার জন্য অনেক কিছুতেই অংশ নিতে হয়। সেগুলো আমি করিনি। তাই আজ বলিউড থেকে দূরে সরে গিয়েছি।”

যদিও মল্লিকার এরূপ স্বীকারোক্তি নিয়ে বেশ গরম আবহাওয়া রয়েছে বলিউডে। কেউ কেউ আবার বলছেন খবরের শিরোনামে আসার জন্য এমন কটুক্তি করছেন অভিনেত্রী। একসময়ের সাহসী দৃশ্যে নায়িকা হিসেবে কল্পনা করলেই আসতো মল্লিকার মুখ। সে মার্ডার ছবির বিভিন্ন উত্তেজক সিন হোক বা খোয়াইশ সিনেমার ঝর্ণার জলে স্নানের দৃশ্য। সবেতেই লাস সময় অভিনেত্রী। একটা সময় এমন ছিল যে ডিরেক্টাররা মল্লিকাকে নায়িকা হিসেবে পাওয়ার জন্য মুখিয়ে থাকতেন। কিন্তু তারপরেই হঠাৎ গায়েব অভিনেত্রী। এখন আবার আর কে সিনেমার মাধ্যমে নিজেকে তুলে ধরছেন তিনি।

Related Articles

Back to top button