মা হলেন মানালি দে! পুঁচকি কে নিয়ে অবশেষে ছবি দিলেন প্রকাশ্যে! ভাইরাল মানালি অভিষেক ও পুঁচকির ছবি

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’। লালন ফুলঝুরির রসায়ন দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল দর্শক আর সেই কারণে এককালের বেঙ্গল টপার মিঠাই কে হারিয়ে একসময় বেঙ্গল টপার ও হয়ে উঠেছিলো ধুলোকণা। তবে দিনকে দিন এই ধারাবাহিকের গল্প দর্শকদের অসহ্য লাগতে শুরু করেছে। কারণ এখন লালন ফুলঝুরির মাঝখানে এন্ট্রি নিয়েছে চড়ুই। বিয়ের মন্ডপে ফুলঝুরির জায়গায় চড়ুই বসে পড়ে আর কোন কিছু না জেনেই লালন চড়ুইয়ের সিঁথিতে সিঁদুর দেওয়া এরপর ফুলঝুরির রাতারাতি বিখ্যাত গায়িকা হয়ে যাওয়া এবং লালনকে ফুলঝুরির বাবার যথেচ্ছভাবে অপমান করা এই ট্র্যাকগুলি দর্শকরা হজম করতে পারছেন না, তারা ফুলঝুরির সাথে লালন ছাড়া অন্য কাউকে দেখতে প্রস্তুত নন।
ফুলঝুরির চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মানালি দে অবশ্য ছোট পর্দা, বড় পর্দা দুই ক্ষেত্রেই জমিয়ে অভিনয় করেছেন। স্টার জলসার ‘বউ কথা কও’ ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল মানালির পথ চলা তারপর বড় পর্দাতেও জাঁকিয়ে বসেন তিনি। কর্মজীবনের সাথে ব্যক্তিগত জীবনেও এগিয়ে গিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর প্রথম বিয়ে সুখের না হওয়ায় গায়ক সপ্তক কে ডিভোর্স দিয়ে তিনি গত বছর বিয়ে করেছেন পরিচালক অভিষেককে। বর্তমানে চুটিয়ে সংসার করছেন তারা।
View this post on Instagram
সম্প্রতি মানালি তার ইনস্টাগ্রাম একাউন্টে এমন কিছু ছবি পোস্ট করেন যেগুলি ভাইরাল হয়ে গেছে। ছবিতে মানালির কোলে একটি পুঁচকেকে দেখা যায়, যার বয়স ছয় মাস। এই ছবি দেখার পর সকলেই ভেবে বসেন যে, এই সন্তান মানালির। যদিও পরে জানা যায়, এটি মানালির নিজের সন্তান নয়। পুঁচকিটির নাম রিওনা।
কোনো একজন পরিচিতের সন্তান সে। রিওনার অন্নপ্রাশনেই গিয়েছিলেন অভিষেক মানালি, সেই অনুষ্ঠানে গিয়ে স্বামী অভিষেককে নিয়ে রিওনার সাথে ছবি তোলেন তিনি আর তারপর অনুরাগীদের সাথে তা শেয়ার করে দেন। এই ছবি দেখবার পর, ভক্তরা অবশ্য বলছেন খুব শীঘ্রই তারা মানালির কোলেও এরকম একটি পুঁচকে কে দেখতে চান। ভক্তদের এই অনুরোধ কি এবার ভেবে দেখবেন মানালি অভিষেক? আপাতত এই ব্যাপারে নীরব থেকেছেন অভিনেত্রী।