কঙ্গনার লক আপ এর শোয়ে একি সত্যি সামনে আনলেন অভিনেত্রী মন্দানা করিমি! নামি এক পরিচালক বাধ্য করিয়েছেন তাঁকে গর্ভপাত করাতে

কঙ্গনা রানাওয়াতের’ লক আপ ‘নামক শোটি ক্রমেই অত্যন্ত জনপ্রিয়তা লাভ করছে। সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী নিজে। এই শো তে বিভিন্ন সেলিব্রিটিদের এসে নিজের জীবনের ডার্ক সিক্রেট ফাঁস করে থাকেন পর্দার সামনে। এটাই এই খেলার প্রধান নিয়ম। এবার এই শোয়ের মঞ্চে এসে একজন খুব পরিচিত অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করলেন যা শুনে শোয়ের সঞ্চালক হিসেবে কঙ্গনা রানাওয়াতের চোখেও জল এসে গিয়েছিল।
আরোও পড়ুন: অন স্ক্রিনে প্রসেনজিৎ-রুক্মিণীর একসাথে রোম্যান্স! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হলো সেই ভিডিও
সম্প্রতি শোয়ের একটি প্রোমো ভিডিও পর্দায় দেখানো হয়েছে যা খুব ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বিস্ফোরক অভিযোগটি এনেছেন অভিনেত্রী মন্দানা করিমি। তিনি দাবি করেছেন বলিউডের এক জনপ্রিয় একজন পরিচালক তাঁকে গর্ভপাত করাতে বাধ্য করেছিলেন একসময়। এই কথা শুনে কঙ্গনা নিজে কান্না থামিয়ে রাখতে পারেননি। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই শোয়ে মন্দানা একজন গুরুত্বপূর্ণ প্রতিযোগী ছিলেন।
মন্দানাকে একটি গোপন সত্যি জানতে চাওয়া হয়েছিল সেখানে তিনি জানিয়েছিলেন , বিয়ে ভাঙার সময় বলিউডের এক নামী পরিচালকের সাথে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন। আর সেই পরিচালক তাঁকে জোর করিয়ে গর্ভপাত করিয়েছিলেন। মন্দানা সেই পরিস্থিতিতে অত্যন্ত ভেঙে পরেছিলেন মানসিক দিক দিয়ে বলে জানিয়েছেন মঞ্চে। এমনকি যে পরিচালকের প্রসঙ্গে তিনি এই দাবি করেছেন তিনি নাকি নারী সুরক্ষা প্রসঙ্গে বড়ো বড়ো বক্তৃতা দিয়ে থাকেন প্রকাশ্যে।
মন্দানার জন্ম হয়েছিল ইরানের তেহরানে। মা ছিলেন ভারতীয় কিন্তু বাবা একজন ইরানীয়। ছোটবেলায় পরিবার সূত্রে অত্যন্ত রক্ষণশীল ভাবে বড়ো হলেও বড়ো হয়ে তিনি মডেলিংয়ের এর জগতে পা দেওয়ার পর থেকে অত্যন্ত সাহসী ভাবেই এগিয়ে গিয়েছেন তিনি। তিন মাসের জন্য মডেলিং এর সূত্র ধরে মুম্বই আগমন হলেও মাত্র কয়েক দিনের মধ্যেই সুযোগ পেয়ে গিয়েছিলেন, ভাগ জনি’, ‘ক্যায়া কুল হ্যায় হাম’ ছবি গুলিতে অভিনয়ের। সলমন খানের বিগ বসে অভিনয়ের ক্ষেত্রে আরো জনপ্রিয়তা বাড়ে ক্রমশ। ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন , ব্যবসায়ী গৌরব গুপ্তার সাথে কিন্তু সেই বিয়ে টেকেনি। ২০২১ এ শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ ঘটে। এতদিন পর অভিনেত্রী এমন বিস্ফোরক মন্তব্য সামনে আনলেন। যে বক্তব্য শো তে উপস্থিত সবার চোখে জল এনে দিয়েছে।