গসিপ

জ্যোতিষীর কথায় সুফল পেয়েছেন বলি তারকারাও! পরিশ্রমে নয়, জ্যোতিষীর ওপর বিপুল আস্থা এই সব তারকাদের!

সফলতা এবং খ্যাতি অর্জন করতে সকলেই চান, লক্ষ্য পূরণের তাগিদে ছুটে চলেন সকলেই, একে অন্যকে হারিয়ে প্রতিযোগিতার শীর্ষে পৌঁছানোর চেষ্টাও করেন। আর তা যদি হয় বলিউডে তাহলে তো কথাই নেই, বলিউড জগতের সব সময় লড়াই, টেক্কা দেওয়া ইত্যাদি বিষয়গুলো লেগেই থাকে। তবে এই লড়াই টেক্কা দেওয়ার মধ্যেও পার্থক্য আছে, পার্থক্য আছে পদ্ধতির, পার্থক্য রয়েছে মানসিকতার। কেউ পরিশ্রম করে নিজেকে শীর্ষ স্থানে পৌঁছে ফেলতে চান কেউ আবার বিশ্বাস করেন পরিশ্রম নয় তাদের ভাগ্য তাদেরকে সফল করবে। যারা পরিশ্রমে বিশ্বাস করেন তারা শ্রমের দিকেই ফোকাস করেন কিন্তু বলিউডের যে বড় অংশের মানুষেরা ভাগ্যের চাকার ওপর বিশ্বাস রাখেন তারা ভাগ্যের চাকা ঘোরাবার জন্য জ্যোতিষের শরণাপন্ন হন। নিজেদের সুসময় ফেরাতে অভিজ্ঞ জ্যোতিষীদের কাছে পরামর্শ নিতে যান।

আরও পড়ুন: জ্যোতিষীর কথায় সুফল পেয়েছেন বলি তারকারাও! পরিশ্রমে নয়, জ্যোতিষীর ওপর বিপুল আস্থা এই সব তারকাদের!

বলিউড তারকা সোনু সুদ রুপোলি পর্দায় মূলত ভিলেনের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে লোকে তাকে ভগবানের আসনে বসিয়ে পুজো করে। অতিমারির সময় থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের সময় বারংবার সাধারণ মানুষ তার পরোপকার অক্লান্ত পরিশ্রম এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য দৃঢ় মানসিকতাকে স্যালুট করেছেন কিন্তু অনেকেই জানেন না যে, অভিনেতাও ভীষণভাবে জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন। এমনকি তিনি নিজের মুখে সে কথা স্বীকার‌ও করেছেন।

সোনু সুদের মতোই বলিউডের অনুপম খের, মাধুরী দীক্ষিত, নীলম কোঠারি এবং তার স্বামী সমীর সুরি, সুস্মিতা সেন, প্রীতি জিন্টা এমনকি নবাব ঘরনী কারিনা কাপুর খান‌ও বিভিন্ন সময়ে জ্যোতিষের উপর বিশ্বাস রেখেছেন। সেখানকার বিখ্যাত জ্যোতিষী সোহিনী শাস্ত্রীর কাছে শরণাপন্ন হয়েছেন তারা বিভিন্ন সময়ে।

আরও পড়ুন: তারে জমিন পর’-এর সাফল্যের পরেও কোনো কাজ পাননি! অবসাদে ভুগছেন পর্দার’ ঈশান অবস্তি’

এমনকি সকলেই ফলাফল পেয়েছেন বলে শোনা যায়। ‌ সোনু সুদ মহিলা জ্যোতিষীর লেখা একটি বই দিল্লিতে উদ্বোধন করেন সেখান থেকেই তাদের পরিচয়। অভিনেতা সমাজকর্মী তাকে প্রথমেই জানিয়েছিলেন তিনি কর্মের পাশাপাশি ভাগ্যে‌ও বিশ্বাসী। অভিনেতার বর্তমানে যে উন্নতি হয়েছে সেটা তারই সুপরামর্শে কিনা তা জানা যায়নি। তবে সোনু একা নন, জ্যোতিষে আস্থা রেখেছেন অনুপম খের‌ও। অনুপম খেরের দাদু একজন জ্যোতিষী ছিলেন তাই তার কাছেও জ্যোতিষশাস্ত্র একটি প্রাচীন বিজ্ঞান এবং তিনি মনে করেন তার সম্মান করা জরুরি।

একইভাবে নীলম তার স্বামী সমীর, মাধুরী ,সুস্মিতা, প্রীতি সহ অনেকেই সোহিনীর কাছে ছুটে গিয়েছেন নিজেদের প্রয়োজনে। নিজেদের সুবিধা অসুবিধা নিয়েই একাধিক কথাবার্তা বলেছেন এবং মহিলা জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ‌ও চেয়েছেন। এখানেই শেষ নয়, এই সকল বলিউড তারকাদের মধ্যে যারা নিয়ম মেনে চলেছেন তারা ভালো সুফল পেয়েছেন আর সেই কারণে তারা এখনো সেই সব নিয়ম মেনে চলেন বলে খবর পাওয়া গেছে।

Related Articles

Back to top button