“একটি মাছ গোটা সরোবরকে নোংরা করে দিতে পারে” – শাসক দলের একেকজন ব্যক্তির দুর্নীতির বিতর্কে মুখ খুললেন সুপারস্টার অভিনেত্রী মিমি চক্রবর্তী

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী নাম লিখিয়েছেন রাজনীতিতেও। সমান দক্ষতায় সামলাচ্ছেন রাজনীতিও। তবে অভিনেত্রী যুক্ত আছেন বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের সঙ্গে। আর সম্প্রতি সেই শাসকদলের বেশ কিছু নেতা মন্ত্রীদের নিয়ে উঠেছে দুর্নীতির অভিযোগ। আর একটি দলের দুর্নীতির কারণে দলের অন্যান্য সদস্যদের ওপরেও তার প্রভাব পড়তে পারে। তবে কি শাসকদলের সদস্যদের একজনের কর্মকাণ্ডের প্রভাব পড়ছে শাসকদলের অন্যান্য সদস্যদের উপরে? বাকিদের ভাবমূর্তিও কি খারাপ হচ্ছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিনেত্রী মিমিকে।
সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকারে দেখা গেছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। সঞ্চালকের প্রথম প্রশ্ন ছিল, “দলের অনেকের বিরুদ্ধেই যখন দুর্নীতির অভিযোগ উঠেছে, তখন মিমির ভাবমূর্তি কতটা নিরাপদ?” এর উত্তর অভিনেত্রী বলেন, তিনি কোন দুর্নীতি করেননি তাহলে তাঁর ভাবমূর্তি কেন নষ্ট হবে। তিনি শাসকদলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজনীতিতে এসেছেন। অভিনেত্রী আরো বলেন যে তাঁর কোনরকম কোন দুর্নীতির সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কোন যোগাযোগ নেই। “আমি কোনও দুর্নীতি করিনি, আমার গায়ে কোনও দাগ লাগবে না” এটিই বলেছেন তিনি।
সঞ্চালক তাঁর পরবর্তী প্রশ্ন জিজ্ঞাসা করেন, “তবুও দলের কোনও এক জন সদস্যের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলেই, বাকিদের উপরও তার প্রভাব পড়ে”। তখন অভিনেত্রী সেটা স্বীকার করে বলেন যে, হ্যাঁ এটা সত্যি যে একটা মাছ গোটা সরোবরকে নোংরা করে দিতে পারে। কিন্তু এরপরে অভিনেত্রী স্পষ্ট করে দেন যে, মাছটি সরোবরকে নোংরা করার পদ্ধতি শুরু করলেই সেই মাছকে ধরে ফেলা হয়। আর তার নোংরা করার পদ্ধতি বাদ দেওয়ার জন্য যা যা করার সেই সবটাই করা হয়। এমনকি তাকে বাদও দিয়ে দেওয়া হয়। যদিও এর ইঙ্গিতে অভিনেত্রী কার কথা বললেন তা এখনো স্পষ্ট নয়। ঠিক কোন সদস্যকে বাদ দেওয়ার কথা বললেন তা স্পষ্ট করেনি অভিনেত্রী।
এরপরেই সঞ্চালক প্রশ্ন করেন, “ভবিষ্যতে তাঁকে কখনও বিজেপি-তে বা তৃণমূল কংগ্রেসের বিরোধী কোনও রাজনৈতিক দলে দেখা যাবে কি না”। আর অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই প্রশ্নের উত্তর তিনি দিতে রাজি নন। এই প্রশ্নের উত্তর দেবে সময়। আর বিজেপি প্রসঙ্গে অভিনেত্রী জানান, বিজেপির বিভিন্ন সদস্য ও নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ও সারাদেশ জুড়ে নানা প্রশ্ন হচ্ছে। সেই প্রশ্নের উত্তরও আগে পাওয়া দরকার।