গসিপ

‘‘কেন যাব? তুই কি আমায় ভোট দিয়েছিলিস?’’- দিদি নং ওয়ানের মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রী তনুশ্রীকে জবাব দিলেন মিমি চক্রবর্তী!

দিদি নং ওয়ানের মঞ্চে সাধারণ প্রতিযোগীরা থেকে শুরু করে মাঝে মাঝে সেলিব্রিটিদের মেলা বসে যায়। তেমনই একটি এপিসোডে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সম্পর্কে বহু অজানা তথ্য ফাঁস করেছেন অভিনেত্রীর একজন ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। মঞ্চে একেবারে জমিয়ে দিয়েছেন সব বাংলা সিনেমার অভিনেত্রীরা মিলে। সেখানেই অভিনেত্রী তনুশ্রী ফাঁস করেছেন এক গোপন তথ্য। সাংসদ তারকা মিমি চক্রবর্তী নাকি একটি ক্লাসে পরীক্ষায় উত্তীর্ণ হতেই পারেনি! তাহলে কি সত্যি অভিনেত্রী পড়াশোনাতে মোটেই ভালো ছিলেন না। তবে অভিনেত্রী মিমি চক্রবর্তী কিন্তু একেবারে সাথে সাথে উত্তর দিয়েছেন, এরকম কোনো ঘটনাই ঘটেনি। বদলে তিনি বরাবর পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ছিলেন, ভালো ফল করতেন। বোঝাই গিয়েছে মঞ্চে দুই বন্ধুর খুনসুটিতে এইসব কথার আগমন হয়েছিল।

আরও পড়ুন: সাম্প্রদায়িক অস্থিরতার মাঝে সম্প্রীতির বার্তা! মনোজ বাজপেয়ীর কবিতা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়

এইদিন জি বাংলার এই রিয়েলিটি শো এর মঞ্চে হাজির হয়েছিলেন, তনুশ্রী, পার্নো মিত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মিমি। এককথায় বলতে গেলে মঞ্চ ভরে উঠেছিল সেলিব্রিটিদের নিয়ে। সেখানে এই ধরনের খুনসুটি হবে না তা কি আর মানা যায়? তবে নিজের ছোটবেলার গল্প করতে গিয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজেই স্বীকার করে নিয়েছেন তিনি অত্যন্ত দুরন্ত প্রকৃতির ছিলেন ছোট থেকেই। আর এই কারণে তিনি ছোটবেলায় প্রচুর মার খেয়েছেন। তবে অভিনেত্রীর একটি ভালো দিকও ছিল। তিনি নাকি স্কুলে পরোপকারী হিসেবেই পরিচিত ছিলেন সবার কাছে। কারণ কারোর কোনো সাহায্যের প্রয়োজন পড়লেই তিনি ছুটে যেতেন সাহায্য করতে।

অভিনেত্রীর এই প্রসঙ্গে তাঁর রাজনীতিতে প্রবেশের কথা জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, অভিনেত্রী হয়েও তিনি অনেককে সাহায্য করেছেন তবে তিনি মনে করেন রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের অনেক কাছে পৌঁছনো সম্ভব হয়। সেই কারণে তিনি এসেছেন রাজনীতিতে তার সাথে সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ তিনি না ফেলতে পেরে এগিয়ে এসেছেন রাজনীতির জীবনে।

আরও পড়ুন: সে যুগেও বেশ আধুনিক নারী ছিলেন সত্যজিৎ রায়ের স্ত্রী বিমলা, ছবিতে সায়নীর প্রথম লুকেই সেই চিত্র সামনে এসেছে

মঞ্চে এইদিন তাঁর সাংসদ হওয়ার আগের সময়ের অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে গিয়ে তিনি বলেন, বাড়ি বাড়ি প্রচার কার্যের সময় সাধারণ মানুষ শুধু দেখে বলেছেন, তিনি এত রোগা! যাদবপুরের বাসিন্দাদের বাড়িতে বসে সেইসময় অভিনেত্রী চা খেয়েছেন বলেও জানিয়েছেন। আর এই কথা শোনার পরেই আবার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী জিজ্ঞেস করে ফেলেন, “তুই আমার বাড়ি যাসনি? ” অন্যদিকে খুনসুটিতে অভিনেত্রী মিমিও কিছু কম জাননা তিনিও বলে বসেন, ‘‘কেন যাব? তুই কি আমায় ভোট দিয়েছিলিস?’সব মিলিয়ে দুই বন্ধুর খুনসুটি মজাতে বেশ জমে উঠেছিল মঞ্চ।

Related Articles

Back to top button