‘আমার মনে হয়, আমি একজন খুব ভালো মা হব’! নিজের সম্পর্কে অকপট মিমি চক্রবর্তী

বাংলা ছবির যেনো নতুন দিগন্ত খুলেছে। প্রতিটি ছবি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। যেখানে ঘটনার কোনো আরম্বরতা নেই উলটে রয়েছে আমার আপনার জীবনের বাস্তব জীবন। গতকাল মুক্তি পেয়েছে, মৈনাক ভৌমিকের পরিচালনায় নতুন ছবি, ‘মিনি’। ছবিটি এগিয়েছে এক মাসী, বোনঝির মিষ্টি সম্পর্কের রসায়ন দিয়ে। মাসির ভূমিকায় দেখা গিয়েছে অভিনেত্রী এবং একইসাথে সাংসদ মিমি চক্রবর্তীকে। অন্যদিকে বোনঝির চরিত্রে অভিনয় অয়ন্না চট্টোপাধ্যায় এর। মাতৃত্বের মধ্যে দিয়েই এই মিষ্টি গল্পকে ফুটিয়ে তুলতে হবে মাসি , বোনঝির সম্পর্কের মাধ্যমে। ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়েই এবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
এত ছোট একটা মেয়ের সাথে কাজ করতে গিয়ে ঠিক কি অভিজ্ঞতার মুখোমুখি হলেন অভিনেত্রী? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, ‘গোটা গল্পটা যখন একটা বাচ্চাকে নিয়ে, সেই মতোই শ্যুটিং প্ল্যান করা হয়েছিল। মনে হয়েছিল ওর খিদে, ঘুম সবকিছুর জন্যই সময় দিতে হবে আমাদের। কিন্তু অয়ন্নার সঙ্গে দেখা করার পর দেখলাম, ওর খিদে, ঘুম কিছুই নেই। ওকে আমরা বলতাম, তুই কী খাবি? ঘুমোবি? ও বলত, না আমি সিন করব। ওর মনোযোগ, নিষ্ঠা দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম।’ অর্থাৎ অভিনেত্রীর কথায় একেবারে স্পষ্ট খুদে অয়ন্না কাজ করার প্রতি ভীষণ আগ্রহী ছিল, মোটেই সে কোনো অবসর নিতে চায়নি।
গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, একজন চাকুরীরত মেয়ের ওপর দায়িত্ব এসে পড়েছিল তাঁর ছোট বোনঝিকে সামলানোর জন্য। তবে এতো ছবির গল্প। অভিনেত্রীর থেকে জানতে চাওয়া হয়েছিল বাস্তব জীবনে এই পরিস্থিতিতে পড়লে তিনি ঠিক কি ভাবে সামলাবেন। তার উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি বিশ্বাস করি, আমি খুব নিয়মমাফিক একটা জীবন কাটাই। আর আমার সবকিছু সামলানোর ক্ষমতা রয়েছে। ইতিমধ্যেই আমার বাড়িতে চারপেয়ে বাচ্চারা রয়েছে যাদের আমি সামলাই। তবে হ্যাঁ, একজন মানবশিশুকে মা হিসেবে সামলানো সম্পূর্ণ আলাদা। মাতৃত্ব মাতৃত্বই। আমার মনে হয়, আমি একজন খুব ভালো মা হব।’নিজের সম্পর্কে অত্যন্ত জোর দিয়ে অভিনেত্রী জানিয়েছেন এই কথা।
অন্যদিকে একরত্তির কাছে যখন জানতে চাওয়া হলো, ভবিষ্যতে সে কি হতে চায়, একেবারে না ভেবেই তার উত্তর, মিমি দিদির মতোই সেও অভিনেত্রী হতেই চায়। মিমি সাথে সাথে মাথায় হাত বুলিয়ে দিলেন তার। পর্দায় কাজ করতে করতে দুজনেরই যেনো দুজনের প্রতি টান জন্মেছে।