গসিপ

“মা আসছে তো মাঝখানে তুমি কি করো” – মা আসছে ক্যাপশন দিয়ে দেবী দুর্গা মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তুললেন অভিনেত্রী! সোশ্যাল মিডিয়ায় ছবি সামনে আসতেই ট্রোলড হলেন মিমি

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন হলেন মিমি চক্রবর্তী। আর হাতেগোনা কয়েকদিন পরেই পুজো। আর তাইতো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অভিনেত্রীদের ফটোশুটের পালা। মিউজিক ভিডিও থেকে শুরু করে বিভিন্ন রকমের ফটোশুটে অংশগ্রহণ করছেন মিমিও। অভিনেত্রীদের ফটোশুটে লিস্ট থেকে বাদ পড়ছেন না তিনিও। কিছুদিন আগেই সামনে এসেছিল অভিনেত্রীর মিউজিক ভিডিও। আর তারপরেই দেবী দুর্গার সামনে দাড়িয়ে ছবি।

তবে দুটো বিষয়তেই বেশ ভাল রকম ট্রোল হলেন রাজ্যের শাসক দলের সংসদ অভিনেত্রী মিমি। মিউজিক ভিডিও পোস্ট করে ট্রোল হয়েছিলেন এবার ফটো পোস্ট করেও হতে হলো ট্রল। মিউজিক ভিডিওতে সাউন্ড না থাকার কারণে বেশ ভাল রকমই সমালোচনার শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। এবারে ফটোশুটের ছবি শেয়ার করেও সমালোচনার মুখে পড়তে হলেও তাঁকে।

অভিনেত্রী যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে দশভূজার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। ছবিটিতে সিংহবাহিনীর দশটি হাত দেখা গেলেও মুখ দেখা যাচ্ছে না। কারন সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। এদিন অভিনেত্রীর পরনে ছিল হলুদ রঙের লেহেঙ্গা। আবার এইরকম ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করে অভিনেত্রী লিখেছেন “মা আসছে”। নিজের ছবির মধ্যে এমন ক্যাপশন দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

এই ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করা মাত্রই বেশ ভালো রকম কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর ছবির সাথে এ ধরনের ক্যাপশন মোটেই ভালোভাবে নেয়নি নেটিজেনরা। একজন নেটিজেন লিখেছেন, “মা আসছে বলে মাকেই ঢেকে দিয়েছেন? আপনার চার পাশে দশ হাত দিয়ে কি বোঝাতে চাইছেন আপনিই মা?”।আরেকজন কটাক্ষ করে লিখেছেন, “মা আসছেন কিন্তু ওঁর জন্য ঢাকা পড়ে গিয়েছেন।” অন্য একজন প্রশ্ন করেছেন, “মা আসছেন তো মাঝখানে আপনি কি করছেন?” আবার আরেকজন জনৈক লিখেছেন, “আপনার লজ্জা হওয়া উচিত”।

প্রসঙ্গত টলিউডের বেশ ভালো বড়ো মাপের অভিনেত্রী মিমি। তাঁকে টলিউডের শেষবারের জন্য কাজ করতে দেখতে পাওয়া গেছে মৈনাক ভৌমিক পরিচালিত “মিনি”তে। মাসি আর বোনঝির অসামবয়সী বন্ধুত্বকে ঘিরে সম্পূর্ণ ছবিটি। তবে বক্স অফিসে টিকে থাকার মত ব্যবসা করতে পারেনি এটি। এরপরে অভিনেত্রীকে দেখতে পাওয়া যায় শীলের “খেলা যখন”-এ। এছাড়াও অর্জুন চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায় আছেন এই ছবিতে। এছাড়াও বলিউডেও আত্বপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী।

Related Articles

Back to top button