গসিপ

শ্রাবন্তী থেকে শুভশ্রী, নুসরাত থেকে দিতিপ্রিয়া সবুজে মেতে গোটা টলিউড! তবে কি সবুজায়নের ছোঁয়া এবার টলিউডেও?

টলিউডের আবোড়-তাবোড় অভিনেত্রীদের ছবি ধরা পড়ছে সব সবুজ রঙে। দেখে মনে হবে টলিউডের সবুজায়নের ছোঁয়া লেগেছে। সকলেরই জানা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই দুর্গোৎসব। এরই মধ্যে বিভিন্ন ধরনের ফ্যাশনে মেতে উঠছেন অভিনেতা অভিনেত্রীরা। কালো রঙের পোশাকের ট্রেন্ড বাদ দিয়ে এবার উঠেছে সবুজ রঙের পোশাকের ট্রেন্ড। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এখন চারিদিকে শুধু বিভিন্ন ফটোশুটের ছবি। আর তাতে মত্ত থাকছে নেট পাড়া।

যেমন সম্প্রতি অভিনেত্রী শুভশ্রী একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে তিনি সবুজ রঙের একটি শিবরনের শাড়ি পড়েছিলেন। খোলা চুল মুখে সোশ্যাল ট্রেন্ড একদম সাধারন মেকআপ আর ঠোঁটে নুড লিপস্টিক। শাড়ির সাথে ম্যাচ করে ডিপ নেক স্লিভলেস সবুজ রঙের ব্লাউজ। সেই ব্লাউজের ফাঁকা দিয়ে উন্মুক্ত বক্ষ বিভাজিকা। এতেই মোহময়ী শুভশ্রী।

এক্ষেত্রে আবার কোন অংশেই বাদ জান না অভিনেত্রী মিমি। অভিনেত্রী শুভশ্রীর বর্তমান স্বামী অতীতে ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রেমিক। এ কথা আমরা সকলেই জানি যে রাজ চক্রবর্তী সঙ্গে মিমির একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু সেসব কে সরিয়ে রেখে এখন রাজা-শুভশ্রী বেশ ভালোই আছেন। মিমিও সম্প্রতি ধরা দিলেন সবুজ রঙের ওয়েস্টার্ন পোশাকে। দেখেই বোঝা যাচ্ছে যে সেটি একটি ফটোশুট এর জন্য পরিধান করেছেন অভিনেত্রী। গ্রিন ব্যাকগ্রাউন্ড আর ধোঁয়া ছেয়ে রয়েছে অভিনেত্রী চারিপাশে। স্মোকি আই মেকআপ আর নুড লিপস্টিক এ ধরা দিয়েছেন তিনি। আবেদনময়ী অবতারে মিমিও কম যান না অন্যান্য অভিনেত্রীদের থেকে।

আবার অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে নতুন অবতারে ধরা দিয়েছেন শ্রাবন্তী ও। ফটোশুট এর বিভিন্ন ছবি পোস্ট করেছেন ইনিও। ছবিতে সম্পূর্ণ পোশাক দেখা না গেলেও এক চিলতে পোশাকের টুকরো দেখা যাচ্ছে অভিনেত্রীর গায়ে। সেটিও সবুজ রঙের। খোলা চুল, স্মোকি আই মেকআপ, নিউ লিপস্টিক এবং আবেদনময়ী চাহনিতে লাস্যময়ী উঠেছেন শ্রাবন্তী।

আবার একেবারে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন সংসদ অভিনেত্রী নুসরাত। নিয়ন গ্রিনে একেবারে ছাপোষা ভাবে দেখা যাচ্ছে তাঁকে। এই ছবিতে অভিনেত্রীর পরনে দেখা যাচ্ছে লিওন গ্রীন কালারের ফুল স্লিভ টপ। আর ব্লু জিন্স। ঠোঁটে একটু লিপস্টিক। খোলা চুলে কোন মেকআপ ছাড়াই অসাধারণ রুপময়ী নুসরাত।

এদিকে আবার মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী কৌশানী। সেখানেও সবুজ রঙের ওয়েস্টার্ন পোশাকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। স্লিভলেস শর্ট টপ আর শর্ট স্কাটে ধরা দিয়েছিল অভিনেত্রী। চোখের চশমার ঠোঁটে অল্প লিপস্টিক যেন আরো বেশি আবেদনময় করে তুলেছে অভিনেত্রীকে। আর সাথে তার খোলা চুল উঠছে হাওয়ায়। এতে যেন আরো বেশি রূপসী হয়েছেন কৌশানি।

আবার আছে অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সম্প্রতি গোলাপি রঙের লেহেঙ্গাতে ডান্স বাংলা ডান্স জুনিয়র এর মঞ্চ মাতিয়েছেন বিচারক রুক্মিণী। সেই লেহেঙ্গার উপরের অংশেই সবুজ রঙের পোশাকে দেখা গেছে অভিনেত্রীকে। লেহেঙ্গার ব্লাউজটি হালকা সবুজ রঙের এবং তাঁর মধ্যে গোলাপি রঙের কাচ করা। খোলা চুল, ব্রাউন আইজ, ঠোঁটে গোলাপি লিপস্টিক অনবদ্য দেখতে লাগছিল অভিনেত্রীকে।

আবার তারই সাথে সবুজ আর সাদা রঙের কম্বিনেশন পোশাকে ধরা দিলেন পায়েল। পায়েলের নতুন ছবি সীমান্ত। সেই ছবির প্রিমিয়ারই আমরা দেখতে পাব অভিনেত্রীকে। আর সেখানেই তাঁর পরনে ছিল সাদা সবুজ রঙের কম্বিনেশন এর পোশাক।

বলতে গেলে টলিউডের উন্নতির শিখরের দিকে ধীরে ধীরে উঠছেন এমন অভিনেত্রীর মধ্যে দিতিপ্রিয়া আর সুস্মিতা বেশ উল্লেখযোগ্য। সম্প্রতি তাঁদেরও দেখা গেল সবুজ পোশাকে। নুসরাতের মতোই ক্যাজুয়াল্লুকে ধরা দিলেন দিতিপ্রিয়া আর সুস্মিতা। সাদা টপ আর ব্লু জিন্সের শর্টস এর উপরে ছিল সবুজ রঙে জিন্সের জ্যাকেট। কোন রকম মেকআপ ছাড়াই অসাধারণ দেখতে লাগছিল অভিনেত্রীকে। তেমনি ক্যাজুয়াল এটায়ারে ধরা দিলেন সুস্মিতাও। সবুজ রঙের একটি হাফ স্লিপ টপ টুপি সমেত পড়েছিলেন অভিনেত্রী। টপের সামনে আঁকা একটি মিকি মাউস। আর তাতে বেশ কিউট দেখতে লাগছিল অভিনেত্রীকে।

Related Articles

Back to top button