“চারটে পয়সার জন্য দাঁড়িয়েছিলাম স্টেজে! বাবা মায়ের ওষুধ কেনার টাকা নেই”মীরের বক্তব্যে হতবাক সোশ্যাল মিডিয়া! এমন দুর্দিনে আছেন মীরাক্কেলের মীর?

সেলিব্রেটিদের নিয়ে ট্রোল হবে এ আর নতুন কথা কি! নুসরত জাহান থেকে শুরু করে শ্রাবন্তী চ্যাটার্জী, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু দেবশ্রী রায় প্রত্যেকেই কম-বেশি কটাক্ষের শিকার হন সোশ্যাল মিডিয়ায়। এমনকি বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনও সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন , ট্রোল হন আর যে যার নিজের মতো করে বিষয়টি সামলান। কেউ কেউ পুরো বিষয়টি হেসে উড়িয়ে দেন, কেউ কেউ এই বিষয়গুলি কে পাত্তা দেন না, কেউ আবার বেশ মজা করে উত্তর দেন, আসলে এগুলো যার যার নিজের স্টাইলের ব্যাপার। ঠিক যেমন মীরাক্কেলের মীর, হাসাতে আর রঙ্গ করতে তিনি ওস্তাদ।
আরও পড়ুন: দশ বিশ নয়, ১৫০ টাকার ওপর! রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে দিল জিও! মাথায় হাত সাধারণ মানুষের
কিন্তু যাই করুন না কেন সবেতেই ট্রোলিংয়ের শিকার হন তিনি, ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানালেও ট্রোল হতে হয় তাকে, আবার অনেক সময় কোনো ছবির পোস্ট করলেও সেটিকে নিয়ে ট্রোল করা হয়, তবে মীরও নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে উত্তর দেন। হাসতে ভালোবাসেন তিনি তাই এমন উত্তর দেন যাতে সকলেই হাসেন। সোশ্যাল মিডিয়ায় মীরের কমেন্ট বক্সে নজর দিলেই দেখা যায় বিচিত্র সব কমেন্ট এবং তার মধ্যে কোনটার উত্তরের মধ্য দিয়ে মীরের বুদ্ধির ঝলক প্রকাশিত।
যেমন সাম্প্রতিককালের একটি কমেন্ট সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মীর, সেই অনুষ্ঠানের সব কাজ শেষে ছবি তোলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে মঞ্চের উপর নীল কালোতে কাজ করা একটি পাঞ্জাবি আর পায়জামা পরে খুব সুন্দর ভাবে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন তিনি।
এই ছবিটি পোস্ট করবার সময় একজন নেটিজেন কটাক্ষ করে লেখেন,“আগে ভালোভাবে শিক্ষা অর্জন করুন তারপর সম্মানের জন্য স্টেজে দাঁড়াবেন” এই উত্তর দেখে যেকোনো মানুষই রেগে যেতে পারতেন অন্য কোনো মন্তব্য করতে পারতেন কিন্তু মীর একটু রসিকতা করে যা লিখলেন তা শুনলে অবাক হবেন। তিনি সটান সেই মানুষটির কাছে ক্ষমা চেয়ে নিলেন তারপর লিখলেন,“ ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন। চারটে পয়সার জন্য দাঁড়িয়েছিলাম। বাবা মায়ের ওষুধ কেনার টাকা নেই।” মীরের এরকম রসিকতা মূলক মন্তব্য ভাইরাল হতে বেশি সময় নেয় নি। এই মন্তব্যের পর অনেকেই প্রশ্ন তোলেন কেন যে মানুষ যেচে পড়ে কথা শুনতে মীর কে খোঁচা দিতে যান কে জানে? শেষমেষ তো নিজেরাই ট্রোল হয়ে যান! অনেক নেটিজেন আবার বলেছেন, লাইম লাইটে আসার জন্য অনেকেই ইচ্ছাকৃত এইভাবে মীরকে খোঁচা দিয়ে কমেন্ট করেন। কারণ এভাবে জনপ্রিয় হয়ে ওঠাকেই তারা উপভোগ করেন।