ক্ষমতাচ্যুত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান! ব্যঙ্গ করার সুযোগ হাতছাড়া করলেন না হাসির রাজা, মীর

শেষ পর্যন্ত মাঝ রাতে মসনদ ছেড়ে পালাতে হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। নিজের পাঁচ বছরের মেয়াদ শেষের পূর্বেই ছেড়ে দিতে হলো। প্রধানমন্ত্রী হওয়ার আগে ইমরান খান ছিলেন পাকিস্তানের ক্রিকেটের অধিনায়ক। এবার এই পরিস্থিতি দেখে কিছুটা ব্যাঙ্গের সুরে কটাক্ষ করলেন, মীর আফসার আলী। ব্যাঙ্গের সুর হলেও কথার দ্বারা রীতিমতো খোঁচা মেরেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। শনিবার মাঝরাতে নিজের ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে তাঁকে। এমন দুরাবস্থার সময়েও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি হাসির রাজা মীর।
মীর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে তাঁর তোলা একটি অনেক আগের ছবি শেয়ার করেছেন যেখানে ছবির ক্যাপশনে পাকিস্তানের ক্রিকেটের টিমের প্রাক্তন অধিনায়ক ইমরান খানকে খানিক কটাক্ষ করেই প্রশ্ন করে ফেলেছেন, “এবার তো আপনি আইপিএল এ কমেন্ট্রি করতেই পারেন? তাই না? ” পোস্টে হ্যাশট্যাগ লিখে আবার সানডে হিউমার কথাটি লিখে দিয়েছেন তিনি। এর দ্বারা প্রাক্তন প্রধানমন্ত্রী কে বেশ খোঁচা মেরেছেন বলাই যায়।
View this post on Instagram
শনিবার পাক প্রধানমন্ত্রীর গদি ছেড়ে দিতে হয়েছে ইমরান খানকে তবে তা অত্যন্ত ভিন্ন ভাবে। তিনি যখন ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সেসময় অত্যন্ত সম্মানের সাথে তিনি ছেড়েছিলেন ক্রিকেটার জায়গা। তবে এবার ক্ষমতার ক্ষেত্রে একেবারে তার বিপরীত ঘটলো। অত্যন্ত অপমানজনক ভাবে তাঁকে ছাড়তে হলো নিজের ক্ষমতার আসন। প্রধানমন্ত্রীর বাসভবন এবং রাজধানীও তাঁকে রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে ছেড়ে চলে যেতে হয়েছে।
অনাস্থা ভোট এড়িয়ে ক্ষমতায় থেকে যাওয়ার জন্য তিনি বহু চেষ্টা করেও শেষ পর্যন্ত লাভ কিছুই হয়নি। সেনাবাহিনী থেকে শুরু করে আদালতের চাপে পড়ে শেষ পর্যন্ত নিজের গদি ছাড়তে হয়েছে তাঁকে। সোমবারই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করতে চলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই এবং বর্তমান পাকিস্তানের একজন বিরোধী দলনেতা হিসেবে যাঁর নাম রয়েছে, শাহবাজ শরিফ। তবে তাঁর পাক প্রধানমন্ত্রী হওয়াকে ঘিরে সব জায়গায় নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে রসিকতা করাই তো কাজ মীরের তাই তিনি একেবারেই সুযোগ ছাড়তে নারাজ। সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কে বেশ কটাক্ষ এর সুরে খোঁচা দিয়েছেন তিনি। তবে এই পোস্ট এর ভিত্তিতে ভিন্ন জন ভিন্ন মতামত দিয়েছেন কিন্তু তাতে কি অধিকাংশেরই এই পোস্ট খুব পছন্দের হয়েছে।