গসিপ

বড় বড় অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন মিঠুনের বৌমা মাদালসা! নিজের উষ্ণ অবতারের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ার পারদ চরাচ্ছেন তিনি

বলিউডের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মাদালসা শর্মা। শুধু তাই নয় মিঠুন চক্রবর্তীর পুত্র মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী তিনি। ২০১৮ সালে মহা ধুমধাম করে বাবার সমর্থন নিয়েই বিয়ে করেন মাদালসাকে মহাক্ষয়। মাদালসা বলিউডের ছোট পদ্ধতি বেশ ভালই জনপ্রিয়তা অর্জন করেছেন। কিন্তু মিঠুন পুত্র মহাক্ষয় কিন্তু কোন ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয়তায় দাঁড়াতে পারেননি।

আমরা সকলেই জানি মাদালসা ঠিক কতটা ফেমাস হিন্দির ছোটপর্দায়। ঠিক ততটাই জনপ্রিয় তিনি তাঁর সোশ্যাল মিডিয়াতেও। সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ থাকে না অভিনেত্রী। তাঁর স্টাইলিংয়ে মুগ্ধ থাকেন দর্শক। সম্প্রতি তিনি আবারো একটি ছবি পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবিতে অভিনেত্রীর পরনে রয়েছে, কালো রঙের ক্রপটপ ও শর্ট স্কার্ট। সাথে ঘিয়ে রঙের ব্লেজার। মাথায় রিবন, পায়ে হাইহিল ও হাতে ব্যাগ। অভিনেত্রীর এই বোল্ড লুকে পাগল হয়েছে সোশ্যাল মিডিয়ার একাংশ। পুরুষ দর্শকের একেবারে ঘাম ছাড়া অবস্থা অভিনেত্রীর এই বোল্ড লুক দেখে। অভিনেত্রীর এই লুক রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত হিন্দির ছোট পর্দার এক জনপ্রিয় ধারাবাহীকে অভিনয় করছেন অভিনেত্রী। বাংলায় যে ধারাবাহিকটি শ্রীময়ী ছিল সে ধারাবাহিকটিকেই হিন্দিতে তৈরি করা হয়েছে অনুপমা নামে। সেখানেই কাব্য নামের একটি জনপ্রিয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী। বাংলায় যে চরিত্রটি ছিল জুন আন্টির এখানে সেই কাব্য। অর্থাৎ বুঝতেই পারছেন ঠিক কতটা নেগেটিভ ক্যারেক্টারে অভিনয় করছেন এই অভিনেত্রী। কিন্তু এটা তাঁর জনপ্রিয়তা কিছু কম নয়। বরং এই চরিত্রের জন্য মানুষ তাঁকে ঠিক যতটা দুষছেন সেটা বেশ এনজয় করছেন তিনি। কারণ মানুষের এই বিরক্তটাই তাঁর চরিত্রের সাফল্যতা।

Related Articles

Back to top button