গসিপ

সঞ্চালিকার পোশাক দেখে মন্তব্য করেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়, পরে নিজেই কাঁধ খোলা জামা পরে কটাক্ষের শিকার হন

অভিনেত্রীদের বয়স দেখলেই সচরাচর বোঝার উপায় থাকেনা। ফিটনেস হোক বা নিজেদের সৌন্দর্য সব দিক দিয়েই অভিনেত্রীদের বয়স বোঝা দায়। তারপরেও জন্মদিন এলে তো আর বয়স লুকোনো যায় না। সেই রকমই আজ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় এর জন্মদিন। ১৯৪৮ সালের ২৬ এপ্রিল তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। অভিনেত্রীর বয়স সেদিকে হিসেব করলে ৭৪ বছরে পা দিলেন। বহু হিন্দি থেকে শুরু করে বাংলা ছবিতে কাজ করেছেন তিনি। তরুণ মজুমদারের পরিচালিত বালিকা বধূ ছবি দিয়ে প্রথম তাঁর অভিনয়ে পদার্পণ , তারপর শক্তি সামন্তর, অনুরাগ ছবি দিয়ে হিন্দি দুনিয়ায় প্রবেশ। অমিতাভ বচ্চন থেকে শুরু করে রাজেশ খান্না মোটামুটি সব হিরোদের ছবিতে নায়িকা হয়েছেন তিনি। সম্প্রতি অপর্ণা সেনের, গয়নার বাক্স এবং সুজিত সরকারের পিকু ছবি নিয়ে জোর আলোচনা হয়েছে।

আরও পড়ুন: ফের সম্পর্ক ভাঙার আভাস টলিপাড়ার বাতাসে! অভিনেত্রী সোহিনী সোশ্যাল মিডিয়ায় নিজেকে সিঙ্গেল বলে দাবি করলেন!

তবে একসময় অভিনেত্রী জোরালো একটি বিতর্কে জড়িয়ে নেটিজেনদের প্রবল সমালোচনার মুখোমুখি হয়েছিলেন। তিনি মহিলাদের পোশাক নিয়ে কটূক্তি করার কারণে এই সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। মৌসুমী যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন তারপর ২০১৯ সালে গুজরাটের সুরাটে একটি অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন যেখানে সঞ্চালিকার পোশাক দেখে তিনি মন্তব্য করেছিলেন, সঞ্চালিকার পোশাক নাকি একেবারে বেমানান লাগছে, একেবারে ঠিক লাগেনি, এমনকি তাঁকে বলেছিলেন , শাড়ী বা অন্য কোনো ড্রেস পরতে।

শুধু ওইদিন নয় মৌসুমী আরও বলেছিলেন, মন্দিরে যেতে গেলে নাকি মেয়েদের জিন্স পরা যায়না, কোনো সাবেকি পোশাক পরতে হয়। বিশেষ করে শাড়ি বা সালোয়ার কামিজ পরতে হয় বলে মত প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন: ভালোবাসার মানুষকে জন্মদিনে আদরের উপহার শোভনের, দুজনের আদুরে মুহূর্ত ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়

ভারতের ঐতিহ্যের প্রসঙ্গ টেনে নিয়ে এসে তিনি বলেছিলেন,ভারতের মতো দেশে ঐতিহ্য বজায় রাখতে মেয়েদের এই ধরনের পোশাক পরা অধিক শ্রেয়। তারপরেই সোশ্যাল মিডিয়ায় নেটা নাগরিকদের তরফ থেকে নিন্দার ঝড় উঠেছিল। সবাই মন্তব্য করেছিলেন, অভিনেত্রীর নিজের মেয়ে তো জিন্স পরেন আবার অভিনেত্রী নিজেও অফ শোল্ডার পোশাক পরে ফটোশুট করেছিলেন তাহলে তিনি এই মন্তব্য কি জন্য করেছিলেন প্রশ্ন উঠতে শুরু করেছিল। যদিও পরবর্তী কালে অভিনেত্রী বলেছিলেন, তিনি কোনো বিজেপি লিডার হয়ে নয় কেবলমাত্র একজন অভিভাবকের মত পরামর্শ দিয়েছিলেন, তিনি জানিয়েছেন তরুণ প্রজন্মকে শিক্ষা দেওয়ার অধিকার তাঁর রয়েছে সেই হিসেবেই বলেছিলেন।

Related Articles

Back to top button