গসিপ

জাতীয় পুরস্কার পেয়েও প্রচারের আলো থেকে বঞ্চিত বর্ষীয়ান অভিনেতা মৃণাল মুখার্জি! আক্ষেপ করলেন মৃণাল কন্যা জোজো

যুগের সাথে অনেক কিছুই বদলে যায়। একটা সময় প্রচারের এত আলো ছিলো না। বর্তমানে সেই চোখ ধাঁধানো প্রচারের আলোয় পুরোনো যুগের সবকিছুই কেমন যেন ফ্যাকাশে বলে মনে হয়। ঠিক যেমনটা মনে হচ্ছে গায়িকা জোজোর। তিনি মনে করছেন তার বাবা জনপ্রিয় অভিনেতা মৃনাল মুখোপাধ্যায় পুরস্কার পেলেও যোগ্য সম্মান পাননি। তাই জাতীয় পুরস্কারের মত পুরস্কার পেয়েও বর্ষীয়ান মৃনাল মুখোপাধ্যায়কে নিয়ে সেভাবে মাতামাতি হয়নি, তিনি বঞ্চিতই রয়ে গিয়েছেন।

আরও পড়ুন: স্কুটি চালানো শিখবেন রচনা ব্যানার্জি! দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির স্কুটি দিদি

বাংলা চলচ্চিত্র হোক বা ধারাবাহিক সব রকম চরিত্রেই নিজস্ব স্বকীয়তা দেখিয়ে গিয়েছেন অভিনেতা মৃণাল মুখোপাধ্যায়। খলচরিত্রে অভিনয় করেও মানুষের মন জিতে নিয়েছেন তিনি, অভিনয় জগতে তার অবদানের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও। কিন্তু অভিনেতার যোগ্য মেয়ে গায়িকা জোজো মনে করেন, ঠিক যতখানি সম্মান প্রাপ্য ছিল তার, ঠিক ততখানি সম্মান তিনি লাভ করতে পারেন নি।

কাজপ্রিয় মানুষ ছিলেন বর্ষীয়ান অভিনেতা মৃনাল মুখোপাধ্যায়, বাবার সম্পর্কে সাক্ষাতকারে জোজো বলেন, পুরোনো দিনের ধ্যান-ধারণার মানুষ ছিলেন তিনি, কাজের বাইরে খুব একটা নিজের প্রচার করতে পছন্দ করতেন না। অত্যন্ত চাপা স্বভাবের মানুষ ছিলেন তিনি, নিজের মেয়ের কাছে ও ব্যক্তিগত খারাপ লাগা, ভালো লাগার অনুভূতি গুলো শেয়ার করতেন না। কাজের মধ্যে ডুবে থাকতে পছন্দ করতেন, এমনকি জীবনের শেষ দিন অবধি কাজ করে গিয়েছেন। শুটিং করতে করতে শারীরিক যন্ত্রণা অনুভব করলেও তা কাউকে বুঝতে দেননি। এতোটাই কাজপাগল মানুষ ছিলেন তিনি।

আরও পড়ুন: কমেডিয়ান থেকে রাতারাতি স্টার হওয়া মুন‌ওয়ারকে হিন্দু দেবদেবী নিয়ে অশালীন মন্তব্যের জেরে মাশুল দিতে হয়েছিলো! তার হাত থেকে বেরিয়ে গিয়েছিল ডজন খানেক শো, তারপর?

অভিনেতা নিজের মেয়েকেও নিজের শিক্ষায় বড় করে তুলতে চেয়েছেন। জোজোর কথায় তার বাবা তাকে সবসময় বলতেন খ্যাতির প্রত্যাশা না করে নিজের কাজের মধ্যে ডুব দিতে। তার বাবা-মা দুজনেই গান গাইতেন এবং সেই গান‌ই রক্তের মধ্যে লাভ করেছিলেন গায়িকা। বাবা-মায়ের কাছ থেকে পাওয়া সংগীতের ধারাতেই ‌ স্বনামধন্য হয়ে ওঠেন তিনি! গায়িকা বলেন, তার বাবা চাইতেন মেয়ে পুরাতন গানের চর্চা করুক তার কাছ থেকে। কিন্তু মেয়ে তখন বুঝতে পারেননি বাবা এত তাড়াতাড়ি চলে যাবে। ২০১৯ এর মে মাসে মৃনাল মুখোপাধ্যায়ের অকাল মৃত্যুর আক্ষেপ তাই আজও মনের মধ্যে বয়ে নিয়ে চলেছেন গায়িকা জোজো।

প্রসঙ্গত উল্লেখ্য জোজো আর মৃনাল মুখোপাধ্যায় একসাথে অভিনয়‌ও করেছেন। এমনকি বাবার অভিনীত একাধিক ছবিতে গায়িকা হিসেবে গান গেয়েছেন জোজো। মেয়ের সাফল্যে স্বাভাবিকভাবেই আর পাঁচজন বাবার মত গর্বিত হতেন মৃণাল বাবু, আর মেয়েও চাইতেন বাবা তার যোগ্য সম্মান পাক। বর্তমানে এত প্রচার এত আলো দেখে তাই মেয়ের আক্ষেপ জাতীয় পুরস্কার পেয়েও প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হয়েছেন তিনি।

Related Articles

Back to top button