গসিপ

স্বামী পরকীয়ায় আসক্ত জেনে নিজেও অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন মুমতাজ! কী হয়েছিল সেই সম্পর্কের পরিণতি?

পরকীয়া নিয়ে এখন যেভাবে প্রকাশ্যে কথা বলা হয়, একটা সময় সেভাবে প্রকাশ কথা বলা হতো না। তাই বলে কি সেই সময় পরকীয়া ছিল না, না এমনটা নয়। সেই সময় পরকীয়া ছিল তবে তখনকার দিনে মানুষ লুকিয়ে-চুরিয়ে পরকীয়া করতেন, এখনকার সময়ের মত প্রকাশ্যে আনতে দিতেন না। তবে কেউ কেউ বরাবর‌ই সাহসী চরিত্রের মানুষ থাকেন, যারা নিজেদের পরকীয়া সম্পর্কে নিয়ে খুল্লামখুল্লা কথা বলতে এতটুকুও ভয় পান না, তাদেরই মধ্যে হলেন একজন মুমতাজ। সত্তরের দশকের এই নায়িকা নিজের পরকীয়া নিয়ে কথা বলতে এতোটুকু দ্বিধাগ্রস্ত হননি, যা ঘটেছে তা বলতে তার কোন সমস্যা নেই।

আরও পড়ুন: খড়িকে বাড়ি ফেরাতে নাছোড় ঋদ্ধি! খড়ির মন জয় করতে রবীন্দ্রজয়ন্তীর নৃত্যনাট্যে সেজেগুজে অংশ নিল ঋদ্ধি!

আসলে স্বামী অন্য নারীতে আসক্ত হলেও স্ত্রী এক পুরুষে আসক্ত থাকবেন এই যে ধ্যান ধারণা তার বিরোধী ছিলেন অভিনেত্রী। তার স্বামী অন্য নারীতে আসক্ত হাওয়ায়, তিনিও তাই নিজের একাকীত্ব দূর করতে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন, তবে লুকিয়ে-চুরিয়ে নয় সেই কথা প্রকাশ্যে স্বীকার করতেও তার কোন অসুবিধা নেই। আসলে তার ক্ষতবিক্ষত মনে মলম লাগানোর জন্য সেই সময় তার যা ঠিক বলে মনে হয়েছে তাই তিনি করেছিলেন।

ময়ূর মাধুবানীকে বিয়ে করেছিলেন মুমতাজ। বিয়ের পরেই পরকীয়ার সম্পর্কেও আসক্ত হয়ে ছিলেন অভিনেত্রী। যদিও তা ক্ষণিকের জন্য বলেই জানিয়েছেন মুমতাজ। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “তখনকার দিনে পুরুষেরা লুকোছাপা করে পরকীয়ায় জড়াবে সেটাই স্বাভাবিক ছিল। আমার স্বামী তেমন কোনো সম্পর্ক ছিল না… একটা ছাড়া! নিজেই সে কথা বলেছিলো। তার জন্য ওকে সম্মান করি।”

আরও পড়ুন: একমুখ দাড়ি গোঁফ নিয়ে শাড়ি গহনা পরা পুরুষ টেক্কা দিলেন সুন্দরী নারীদেরকেও! তুমুল ভাইরাল ছবি

১৯৭৪ এ ময়ূরকে যখন বিয়ে করেন মুমতাজ, তখন তিনি খ্যাতির মধ্য গগনে। ছোটবেলা থেকেই পরিবার সূত্রে পরিচয় ছিলো মাধবানীর সাথে, একসময় তাদের বিয়ে হয়। অভিনেত্রীর কথায়,“ময়ূরের জন্ম আমেরিকায়। সেখানেই বেড়ে ওঠা। সে দেশে থাকাকালীন একটি মেয়ের প্রতি ওর টান জন্মে গিয়েছিলো। তবে ময়ূর বলেছিল, ‘মুমতাজ তুমি আমার স্ত্রী। সবসময়ই তোমাকে ভালোবাসবো। কখনো ছেড়ে যাবো না।’ ময়ূর সে কথা রেখেছে!”

স্বামীর মুখ থেকে এই কথা শোনার পর একাকিত্বে ভুগতেন মমতাজ, তাই ক্ষণিকের জন্য তিনিও ভেসে গিয়েছিলেন অন্য সম্পর্কে। মুমতাজ বলেন, “আমার স্বামী কোন কিছুরই খামতি রাখেনি। তবে আমি তো বড্ড জেদি! সত্যি কথা বলতে কি ময়ূরের পরকীয়ার কথা শুনে আহত হয়েছিলাম। খুব একা লাগতে শুরু করেছিল। আমেরিকা ছেড়ে ভারতে চলে আসি।সে সময় আমিও ভেসে গিয়েছিলাম। আসলে ক্ষতবিক্ষত অবস্থায় কেউ যদি গোলাপ নিয়ে এগিয়ে আসে, তখন তো আমরা ভেসেই যাই।”

মুমতাজ সেই প্রেমিকের পরিচয় গোপন রেখে আরো বলেন, “ওই সম্পর্কটা ক্ষণিকের জন্য ছিল তেমন গুরুতর নয়। তাই ফুরিয়ে যেতেও সময় লাগেনি। আমার কপাল ভালো যে ময়ূরের মত স্বামী পেয়েছি। এখনো এত ভালোবাসে…” এভাবে নিজের পরকীয়া সম্পর্কে অকপট হয়েছিলেন সত্তরের খ্যাতনামা অভিনেত্রী মুমতাজ!

Related Articles

Back to top button