তারকাদের বিয়ের দেনাপাওনা মানেই এলাহি ব্যাপার!স্বামীকে ২০ কোটির বাংলো উপহার দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী! উপঢৌকন দেওয়ার লড়াইয়ে পিছিয়ে নেই পরিচালক স্বামীও!

দক্ষিণের জনপ্রিয় তারকা জুটি নয়নতারা ও ভিগনেশ শিবান বিয়ের পর থেকেই প্রচন্ড পরিমানে আলোচিত হচ্ছেন। ৯ জুন বিয়ে করেন সাউথের জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক। তারপর থেকেই বারংবার শিরোনামে উঠে আসছেন তারা। মহাবলীপুরমের শেরাটন গ্র্যান্ডে বিয়ে হয় তাদের। দক্ষিণের যাবতীয় রীতি-নীতি মেনেই বিয়ে হয়েছে তাদের। বিয়ের দিন লাল রঙের সুন্দর একটি শাড়ি পরেছিলেন নয়ন তারা আর সাউথ ইন্ডিয়ান ট্রাডিশনাল পোশাক পরেছিলেন ভিগনেশ। অন্যদিকে লাল শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি পরে নয়নতারার ওয়েডিং সাজ সকলের নজর কাড়ছিলো। এইদিন তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়।
আরও পড়ুন: ‘নুসরতকে রোদ্দুরের বৌ লাগছে’! গ্রেফতার হওয়ার পর কেন রোদ্দুর রায়ের স্টাইল ফলো করে ছবি দিলেন নুসরত?
দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ে হয় তাদের। লিভ ইনে ছিলেন তারা দীর্ঘ সময় তার পর সাতপাঁকে বাধা পড়েন। তাদের বিয়েতে উপস্থিত হয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান। রাজকীয় ভাবে সম্পন্ন হয়েছিল এই বিয়ে। সাউথের তারকা বলে কথা, তাই স্বাভাবিক ভাবেই বিয়েতে একে অপরকে দেওয়া উপহারের মধ্যেও ছিল চমক। বিয়েতে নয়নতারা ভিগনেশকে একটি বাংলো উপহার দেন, যার দামই ছিলো ২০ কোটি টাকা।
স্বামীর পাশাপাশি ননদকেও উপহার দিয়েছিলেন নয়নতারা। একটি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ননদকে ৩০ টি সোনার গহনা উপহার দেন নয়নতারা। কিন্তু বিয়েতে স্বামীকে দামী উপহার দেওয়ার ব্যাপারটা অনেকের চোখেই বিসদৃশ লেগেছে। সাউথের অভিনেত্রীর নিজের বিয়েতে এত দামী দামী উপহার স্বামীকে দেওয়ার পরই প্রশ্ন উঠতে থাকে যে, এগুলো আসলে উপহার? নাকি ভালবাসার উপহারে মোড়া এক-একটা যৌতুক। তবে এরপরই শোনা যায় যে, ভিগনেশও উপহার দেওয়ার বিষয়ে কিছু পিছিয়ে নেই।
আরও পড়ুন: মেয়েরাই মেয়েদের শত্রু! মেয়েদের ছবিতে কু মন্তব্য করে মেয়েরাই, দেখলে ভীষন কষ্ট হয় দর্শনা বণিকের!
গা ভর্তি গহনা নয়নতারাকে উপহার দিয়েছিলেন ভিগনেশ। এখানেই শেষ নয়, স্ত্রীকে ৫ কোটি টাকার একটি হীরের আংটি ও উপহার স্বরূপ দিয়েছেন ভিগনেশ। তারকাদের এই উপহার দেওয়ার ব্যাপার শুনে সকলেরই চোখ কপালে উঠেছে। নেটিজেনরা কমেন্টে বলতে শুরু করেছেন, তারকাদের ব্যাপারই আলাদা। ২০ কোটির ফ্ল্যাট বা গা ভর্তি গহনা দেওয়াটা তাদের কাছে হাতের নস্যি।