গসিপ

রনবীর আলিয়ার নতুন সংসারে হানা দিলেন দুই শাশুড়ি, তারপর?

গত ১৪ এপ্রিল গাঁটছড়া বেঁধেছেন বলিউডের রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের দিন ঠোঁটে ঠোঁট রেখে নবজীবনের দিকে পা বাড়ালেন এই তারকা দম্পতি। কাপুরদের বান্দ্রার বাড়ি ‘ ‘বাস্তু’তেই দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই পাঞ্জাবি মতে বিয়ে সম্পন্ন হয় রণলিয়া জুটির। বাস্তুতেই এই তারকা জুটি সংসার করতে শুরু করেন এইবার নবদম্পতির এই নতুন সংসারেই হানা দিলেন দুই শাশুড়ি। তবে দুই শাশুড়ির সাথে এইদিন বাস্তু অ্যাপার্টমেন্টের বাইরে আলিয়ার দিদি শাহিনভাটকেও দেখা যায়।

আরও পড়ুন: চোখ মেরে ভাইরাল হওয়া প্রিয়া প্রকাশ বর্তমানে কী করছেন জানেন?

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে আলাপ হওয়ার পর রণবীর আলিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রেমের দিকে মোড় নিতে শুরু করে। এরপর‌ এই ছবির শ্যুটিং শেষ হতে হতেই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। তবে বিয়ের দিন দুই তারকা’র পোশাক ছিল বেশ হটকে। দুজনেই বিয়েতে সাদা রঙের পোশাক পরেছিলেন। আলিয়া সাদা পোশাকের সঙ্গে গয়না হিসেবে বেছেছিলেন সোনা এবং হীরে আর রণবীর পরেছিলেন মুক্তো। এরপর গত শনিবার রাত্রে বলি-সেলেবদের নিয়ে হয়েছিলো রণবীর-আলিয়ার রিসেপশন পার্টি। এই পার্টিতে করণ জোহর , অর্জুন কাপুর, মালাইকা আরোরা থেকে শুরু করে সস্ত্রীক শাহরুখ খান‌ও উপস্থিত হয়েছিলেন। তবে বিয়ে, রিসেপশন মিটলেও নবদম্পতির হানিমুন এখনো হয়নি। কারণ বিয়ের পরে পরেই রণবীরকে কাজে যেতে হয়েছে।

আগামীতে বেশ কিছু ছবির কাজ হাতে আছে রণবীরের, সেগুলো নিয়েই এখন ব্যস্ত তিনি। রণবীরকে আগামীতে ‘ব্রহ্মাস্ত্র’ সহ ‘শামশেরা’, ‘অ্যানিমেল’ ছবিতে দেখা যাবে আর আলিয়াকে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ তে। সম্প্রতি রণবীর আলিয়ার সংসারে হাজির হয়েছেন দুই শাশুড়ি। ঋষি কাপুর ছেলের বউকে দেখে যেতে পারেননি, দেখেছেন নীতু কাপুর। ছেলে ভালোবেসে বিয়ে করলেও ছেলের পছন্দে যে অখুশি নন‌ মা তা জানা যায়। আলিয়াকে বৌমা হিসেবে খুশি মনেই মেনে নিয়েছেন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর।

আরও পড়ুন: ছবিতে নাকি অসংখ্য তথ্য বিকৃতি ঘটেছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীচিত্র ‘অভিযান’ নিয়ে শুরু বিতর্ক

নীতুকে এই দিন অ্যাপার্টমেন্টের বাইরে গোলাপি রঙের সালোয়ার-কামিজ পরে দেখা গিয়েছিলো আর আলিয়ার মা সোনি রাজদান ধূসর কুর্তা ও বাঁদামী রঙের পালাজো পরে এসেছিলেন। দুই শাশুড়ি মিলে এইদিন কেন হঠাৎ করে নবদম্পতির সংসারে গেলেন তা জানা না গেলেও আন্দাজ করা যায় যে বিবাহ পরবর্তী কোন রীতি পালন করতেই হয়ত তারা এসেছিলেন।

Related Articles

Back to top button