গসিপ

‘আমি এই গানটা আজ অবধি হাজারের বেশি কনসার্টে গেয়েছি! তবে আমি কোনওদিন তোমার মতো গাইতে পারব না’, সুপার সিঙ্গার ২ এর মঞ্চে মাহির গানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আশীর্বাদে ভরিয়ে দিলেন তাকে

বলিউডের প্রথম শাড়ির গায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন নেহা কাক্কার। গায়িকার কথায় কথায় কান্না করার স্বভাব তা আমরা সকলেই জানি। ইন্ডিয়ান আইডলের দৌলতে দর্শকের কাছে এতদিনে স্পষ্ট যে নেহা অল্প কিছুতেই কেঁদে ফেলেন। এবার শুধু ইন্ডিয়ান আইডলের মঞ্চে নন হাউ হাউ করে কেঁদে ফেললেন সুপার সিঙ্গার ২ এর মঞ্চে। সম্প্রতি সুপার সিঙ্গার ২ এর একটি প্রমো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে মানির অনবদ্য কন্ঠে “মাহি ভে” গানটি শুনে অঝোরে কাঁদছেন গায়িকা।

সম্প্রতি সনি টিভির সুপার সিঙ্গার ২ এর একটি প্রমো সামনে আনা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মানি তার অসাধারণ কণ্ঠস্বরে “মাহি ভে” এই গানটি গাইছে। এই গানটি প্রথম গিয়েছিলেন সুনীধি চৌহান। ২০০৩ সালে “কাঁটে” সিনেমায় এই গানটি আমরা শুনতে পাই। পরবর্তীকালে “ওয়াজা তুম হো” ছবির জন্য এই গানটির রিমিক্স ভার্শন গেয়েছিলেন নেহা কাক্কার। আর এবার সুপার সিঙ্গার ২ এ অতিথি বিচারক হয়ে উপস্থিত হয়েছেন গায়িকা। আর সেখানে মাহির গলায় অনবদ্য গান শুনে কান্নায় ভেঙে পড়েছেন গায়িকা।

যে ভিডিওটি প্রোমো হিসেবে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেখানে গোলাপি রঙের ঝলমলে পোশাকে রয়েছেন গায়িকা। অঝোরে কেঁদে ফেলার পর নিজের কান্না মুছতে মুছতেই মাহির প্রশংসায় পঞ্চমুখ হলেন নেহা। তাকে বলতে শোনা গেল, ‘আমি এই গানটা আজ অবধি হাজারের বেশি কনসার্টে গেয়েছি। তবে আমি কোনওদিন তোমার মতো গাইতে পারব না’। এরপর বিচারকের স্থান থেকে উঠে গিয়ে মাহিকে জড়িয়ে ধরে আশীর্বাদে ভরিয়ে দেন নেহা।

প্রসঙ্গত ২০০৫ সালে সনি টিভিরই আরেকটি রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের হাত ধরে গানের দুনিয়ায় পারি নেহা কাক্কারের। তবে সেই কম্পিটিশনে উইনার হতে পারেননি গায়িকা। কিন্তু জিতে গিয়েছিলেন জীবনের পরীক্ষায়। কম্পিটিশনে হেরে গিয়েও নিজেকে বলিউডের একজন সফল প্লেব্যাক সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন গায়িকা। তাঁর অনুরাগীদের দিয়েছেন একের পর এক হিটস।

Related Articles

Back to top button