নুসরতের সাথে বিচ্ছেদের পর অপর টলি অভিনেত্রীর সাথে সম্পর্ক শুরু নিখিলের! নিখিল প্রেমে পড়লেন টলিউডের কম বয়সী সুন্দরী অভিনেত্রী সৌরসেনীর! ‘একসঙ্গে পৌঁছেছেন তারা লন্ডনে’, গুজব অনুগামীদের মধ্যে

২০১৯ সালে নুসরত জাহান আর নিখিল জৈনের বিয়ে হয়েছিলো। বিদেশে এই বিয়ে হওয়ার পরে দেশে ফিরে আসেন নুসরত-নিখিল। কিন্তু এই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। বছর ঘুরতে না ঘুরতেই নিখিলের থেকে আলাদা হয়ে যান নুসরত। টলিউডের অপর জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়ায়, নুসরতের মাতৃত্বের খবরও শুনতে পাওয়া যায় এইসময়। তখনই একদিন আচমকা এই বিয়েকে অস্বীকার করেন অভিনেত্রী, জানান তাদের বিয়েটা বৈধ উপায়ে হয়নি তাই এটা কোনো বিয়ে নয় তাই ডিভোর্সের প্রশ্নই ওঠে না। লিভ-ইন রিলেশনশিপে ছিলেন বলেই দাবি করেন অভিনেত্রী। নুসরত যায় বলুন, এরপর কোর্টের রায় বেরোয় আর আলাদা হয়ে যান নুসরত-নিখিল। ২০২১ এর নভেম্বরে কোর্টের রায় অনুযায়ী ডিভোর্স হয় দুজনের।
তারপর নুসরতের সন্তানের বাবা যশ দাশগুপ্তকে বিয়ে করেছেন। ঈশান ও যশ কে নিয়ে এখন তাদের সুখের সংসার, ইতিমধ্যে দাদাগিরিতে দাদার মঞ্চেও ঘুরে গিয়েছেন এই তারকা জুটি। কিন্তু প্রথম স্ত্রীর সাথে ডিভোর্সের পর ব্যবসায়ী নিখিল জৈনের বিষয়ে সেভাবে কিছু জানা যায়নি। তবে শোনা যায় নুসরতের সাথে ডিভোর্সের পর এখনও সিঙ্গেল আছেন নিখিল। সম্প্রতি শোনা যাচ্ছে নতুন একটি সম্পর্কে জড়িয়েছেন নিখিল।
এখানেই শেষ নয় আরও শোনা যাচ্ছে যে নিখিল সম্প্রতি যার সাথে সম্পর্কে জড়িয়েছেন তিনি একজন টলি অভিনেত্রী। শোনা যাচ্ছে যে সৈরসেনী মৈত্রের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নিখিল। যদিও এই নিয়ে নিখিল ও সৈরসেনী দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে ত্রিধা চৌধুরীর সাথে ও নিখিলের একটি সম্পর্ক রয়েছে বলে গুজব রটেছিল তবে নিখিল বলেছিলেন তারা শুধুই বন্ধু।
‘একান্নবর্তী’ ছবিতে সৈরসেনীর অভিনয় সকলকে মুগ্ধ করে দিয়েছিলো। বর্তমানে শুটিংয়ের জন্য তিনি লন্ডনে গিয়েছেন বলে শোনা যাচ্ছে, সেখান থেকে মাঝেমধ্যেই ভক্তদের উদ্দেশ্যে নানান রকম ছবি শেয়ার করেন অভিনেত্রী। তবে টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, একা নন, নিখিল জৈনও রয়েছেন অভিনেত্রীর সাথে লন্ডনে।
নিখিলের একটি বস্ত্র বিপনী সংস্থা আছে, নুসরতের সাথে বিয়ের পর সেই জামা কাপড়ের ব্র্যান্ড হতেন নুসরত। এরপর নুসরতের সাথে বিচ্ছেদ হয়ে গেল কখনো জামাকাপড়ের সেই ব্র্যান্ডের মুখ হয়েছিলেন রাইমা তো কখনো ত্রিধা
চৌধুরী। কিছুদিন আগে সৌরসেনী মৈত্রকেও সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যায়। সেই থেকেই নিখিল সৌরসেনী সম্পর্কের জল্পনা শুরু!