শেষ বয়সে খুব কষ্ট পেয়েছিলেন নির্মলা মিশ্র, চরম বেদনাদায়ক শেষ জীবন,মৃত্যুতেই শান্তি পেলেন গায়িকা নির্মলা মিশ্র

গত শনিবার প্রয়াত হলে জনপ্রিয় গায়িকা নির্মলা মিশ্র। শনিবার রাতেই নিজের চেতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়িকা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গায়িকা। তবে গায়িকার শেষ জীবনটা ছিল অনেক কষ্টের, বেশ কয়েক বছর ধরেই শারীরিক কষ্টে ভুগছেন তিনি। নিজের ক্যারিয়ার জীবনে অসংখ্য গান গেয়েছেন নির্মলা মিশ্র। তার জনপ্রিয় কিছু গান গুলির মধ্যে অন্যতম হলো ‘ও তোতা পাখি রে’, ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’ ইত্যাদি। শিল্পী মৃত্যু হলেও শিল্পের মৃত্যু হয় না। তার গাওয়া অসংখ্য গান আমাদের মধ্যেই থেকে যাবে আজীবন।
তবে জনপ্রিয় এই গায়িকার শেষ জীবনটা ছিল খুব কষ্টের। তার আরেক স্নেহধন্য জনপ্রিয় গায়িকা হৈমন্তী শুক্লা জানিয়েছেন শেষ বয়সে বার্ধক্যজনিত রোগে বেশ কিছুদিন ভুগেছিলেন নির্মলা মিশ্র। তাই এই মৃত্যু তাকে শান্তি এনে দিয়েছে। তার এই শারীরিক যন্ত্রণায় কষ্ট থেকে মুক্তি দিয়েছে। এর আগে বহুবার অসুস্থ হওয়ার কারণে বারবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল গায়িকাকে। তবে শেষ বয়সে হাসপাতালে কাটাতে চাননি তিনি। হৈমন্তী শুক্লা জানিয়েছেন যে কারো চলে যাওয়াটা সত্যিই বেদনাদায়ক কিন্তু জীবিত থাকা অবস্থায় যদি কেউ শারীরিক যন্ত্রণা কষ্টে ভোগে তাহলে মৃত্যুই তাকে একমাত্র শান্তি এনে দিতে পারে।
গত চার বছরে ১০ থেকে ১৫ বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মলা মিশ্রকে। মাঝে তার স্ট্রোক হয়েছিল। শনিবার রাতেই শ্বাসকষ্ট ওঠে চিকিৎসকরা বাড়িতে এসে চিকিৎসা শুরু করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। শনিবার দিন রাতটা সাদার্ন এভিনিউয়ের একটি নার্সিংহোমেই ছিল নির্মলা মিশ্রের মৃতদেহ। রবিবার সকালে তার দেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্রসদনে। সেখানেই সকলে তাদের প্রিয় সংগীত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন।