গসিপ

বেশরমেরই রঙ বটে, খোলামেলা পোশাক তার মাঝে স্তনের আভাস! দীপিকার এই গানের নেচে উষ্ণতা ছড়ালের নুসরাত

নুসরাত জাহানে(Nushrat Jahan)র সব থেকে ভালোবাসার জিনিস বোধহয় চর্চা। যে কারণে চর্চাকে তিনি কখনো এড়িয়ে যান না। টলিউডের(Tollywood) অন্যতম স্পষ্ট বক্তা নায়িকা সব সময় বাঁচেন নিজের শর্তে। সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই এমন কিছু ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন তিনি যে কারণে হামেশাই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি।

সম্প্রতি আরও একটি নতুন ভিডিও(Viral Video) শেয়ার করেছেন নুসরাত। বৃহস্পতিবার আরো একবার সুপার হট অবতারে হাজির হলেন বসিরহাটে তৃণমূল সাংসদ। পাঠান নিয়ে এখন মাতামাতি কম নয় গোটা দেশে। যেখানে সবাই বিতর্কিত গান বেশরম রং-এ নেচে ফেলেছেন সেখানে নুসরাত কিভাবে বাদ যেতে পারেন! তাই তিনিও সম্প্রতি এক বিজ্ঞাপনী সংস্থার প্রচারে ডান্স পারফরমেন্স করেছেন।

ওই বিজ্ঞাপন সংস্থার প্রচারের মুখ নুসরাত। তাদের অনুষ্ঠানেই বেশরম হয়েছেন নুসরাত। সোশ্যাল মিডিয়াতে(Instagram) তার টুকরো ঝলক পোস্ট করেছেন নায়িকা। পরনে রয়েছে সাদা ঝালর লাগানো নীল রঙের গ্লিটারি ক্রপটপ এবং প্যান্ট। চুল খোলা গলায় স্টোনের কাজ করার চোকার। মিলিয়ে তার হেবি মেকআপ লুকে গ্ল্যামারাস লাগছিলেন অভিনেত্রী।

ডায়েট ভুলে কখনো ডালমুট খাচ্ছেন আবার কখনো স্যান্ডউইচে কামর বসাচ্ছেন। মাঝেই হঠাৎ করে মঞ্চের আলোর ঝলকানিতে পা মেলালেন নুসরাত। দীপিকার সিগনেচার স্টেপ ম্যাচ করতে দেখা গেছে তাকে। ভিডিও প্রকাশ্যে আসতেই সেখানে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। আগুনের ইমোজি এঁকে দিয়েছেন তার বোনু মিমি চক্রবর্তী।

দীপিকার মতই পাশাপাশি নোরা ফাতেহির ‘নাচ মেরি রানি’তেও নেচেছেন নুসরাত। প্রত্যেকেই অভিনেত্রীর নাচের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার পরামর্শ দিয়েছেন দীপিকাকে যেন নকল না করতে জান তিনি। তাকে অবশ্য মোক্ষম জবাব দিয়েছেন নুসরাত। জানিয়েছেন,’ চাইলেও দীপিকার মতন আঁকতে পারবো না’।

‘বেশরম রং’ নিয়ে যখন গোটা বিতর্ক ছড়িয়ে পড়েছিল সমস্ত দেশে। গেরুয়া শিবির যখন একটার পর একটা বিতরকের তীর ছুঁড় ছিল সবার দিকে তখন নুসরাত তাদের পাশে দাঁড়িয়ে ছিলেন। গত মাসের এক সাক্ষাৎকার তিনি বলেন,’ কিছু মানুষের সবেতেই সমস্যা রয়েছে। তাদের মহিলাদের হিজাব পড়া নিয়ে সমস্যা রয়েছে। আবার বিকিনি পড়া নিয়েও প্রবলেম’। তবে এই গান নিয়ে যে ইচ্ছাকৃত বিতর্ক তৈরি করা হয়েছে এমন মন্তব্য করেছিলেন তারকা সংসদ। জানিয়েছিলেন ক্ষমতার অপব্যবহার করছে কেউ কেউ। তিনি জানান,’ এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। ক্ষমতায় থাকা দল সবসময় এমন কিছু সমস্যা তৈরি করতে চায়। এদের ধর্মীয় আধ্যাত্মিক কোন বক্তব্যই নেই। এটা একেবারেই পরিকল্পিত ষড়যন্ত্র। তাই ওরা সংস্কৃতি মহিলাদের বিকিনি পরা নিয়ে কথা বলে’।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

Related Articles

Back to top button