গসিপ

সোশ্যাল মিডিয়া জুড়ে নুসরাতকে নিয়ে আবারো কটাক্ষের ঝড়! তবে এবারে ব্যক্তিগত জীবন নিয়ে নয় হাতির পিঠে চাপার কারণে পশুপ্রেমীদের কটাক্ষের শিকার হলেন সংসদ অভিনেত্রী

স্বামীর সঙ্গে জমিয়ে ছুটি কাটাচ্ছেন টলিউডের সংসদ অভিনেত্রী নুসরাত জাহান। একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি রাজনীতিতেও পাড়ি জমিয়েছেন তিনি। যদিও এসবের মধ্যে দিয়ে কম বরং নিজের ব্যক্তিগত জীবনের জন্য সব সময় সমালোচনার শীর্ষে থাকেন অভিনেত্রী। আবার ঠিক উল্টোদিকে দর্শকপক্ষ থেকেও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার বিষয়ে বেশ কৌতূহল চোখে পড়ে। কিন্তু অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার পরে যে সমালোচনা হয় সেটা কিন্তু দর্শক মহল থেকে উঠে আসে। যদিও এসবে অত পাত্তা দেন না আমাদের অভিনেত্রী। সম্প্রতি থাইল্যান্ডের ছুটি কাটাচ্ছেন তিনি। আর সেখান থেকেই পোস্ট করছেন নিজের আনন্দের মুহূর্ত গুলির মধ্যে বিশেষ কিছু মুহূর্ত।

বেশ কিছুদিন ধরেই ছুটি কাটানোর বিশেষ বিশেষ ছবি পোস্ট করছেন এই তারকা দম্পতি। কখনো সমুদ্রের পারে তো কখনো চিড়িয়াখানায়। সমুদ্রের পাড়ে অভিনেত্রীর সাহসী পোশাক নিয়ে এর আগেও বেশ সমালোচনা হয়েছে। কিন্তু সেসব কোন কথাতেই পাত্তা না দিয়ে অভিনেত্রী আবারও বিভিন্ন দুঃসাহসিক পোশাকে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার অভিনেত্রী ছবি পোস্ট করলেন বাঘ, চিতাবাঘ এমনকি হাতির সাথে।

ছবিগুলিতে অভিনেত্রীর পরনে রয়েছে হলুদ রঙের নেট স্লিভ লেস ক্রপ টপ। সাথে ব্লু জিন্স। আবার অভিনেত্রীর স্বামী তথা টলিউডের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত কেউ দেখা গিয়েছে হলুদ ও সাদা কম্বিনেশন এর শার্টে। সাথে ব্লু জিন্স। যদিও অভিনেত্রীরে ছবি নিয়ে সমালোচনা কিছু কম হয়নি।

যদিও শুধু এক অভিনেত্রী একা নন তার স্বামী ও চিতাবাঘ ও বাঘের পিঠে হাত রেখে দুঃসাহসিক ছবি তুলেছিলেন। শুধু বাঘ নয় হাতির পিঠের সওয়ার হতেও দেখা গিয়েছিল অভিনেতা অভিনেত্রীকে। যদিও এই ফটো দেখেই শুরু হয় আরেক বিপত্তি। হাতির পিঠে চড়ে সওয়ারি করার ছবি দেখে অভিনেত্রীকে তীব্র কটাক্ষের বানে বিঁধেছে পশুপ্রেমিকেরা। একজন মন্তব্য করেছেন, “অবলা জীবের পিঠে চেপে কী মজা পান!” তবে তাকে নিয়ে আলোচনার সমালোচনার কটাক্ষ বিক্ষোভ যাই হোক না কেন কোন কিছুকেই পাত্তা দেন না আমাদের এই দুঃসাহসী অভিনেত্রী। এসব কিছুকে দূরে সরিয়ে রেখে চুটিয়ে স্বামীর সাথে আনন্দে মেতেছেন নুসরাত।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

Related Articles

Back to top button