কমলা অন্তর্বাসে ছবি শেয়ার করতেই ঝড় উঠলো সোশ্যাল মিডিয়া জুড়ে, ‘মুসলিম নামের কলঙ্ক’- বলে কটাক্ষ ধেয়ে এল নুসরতের দিকে!

যশ ঘরণী যে এখন সোশ্যাল মিডিয়ার একজন চর্চিত টপিক হয়ে দাঁড়িয়েছেন এই কথা কারোর কাছেই আর অজানা নেই। বিয়ে ভাঙন, নতুন সম্পর্ক, সন্তানের জন্ম থেকে শুরু করে তার সাথে তো রয়েছে পোশাক বিতর্ক সব মিলিয়ে একের পর এক কটাক্ষের শিকার তিনি। ট্রোল আর নুসরত যেনো একই সমান্তরালে চলছেন। এই টলি নায়িকাকে নিয়ে সর্বত্র আলোচনার যেনো অন্ত নেই। একটা শেষ হতে না হতেই ফের আর একটা জুড়ে যায়। তবে অভিনেত্রী কিন্তু রয়েছেন একেবারে নিজের মেজাজে। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। নিজের একাধিক বোল্ড লুকে ছবি দিতে দেখা যায় তাঁকে। সন্তান জন্ম হওয়ার পরেও অভিনেত্রী একেবারে নির্মেদ শরীরে উষ্ণতা ছড়াচ্ছেন। পোশাক নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি অভিনেত্রীকে। এবারও সেই ঘটনাই ঘটলো।
আরও পড়ুন: পরিবারে ঘটলো নয়া সদস্যের আগমন! ছবি শেয়ার করে আনন্দে আপ্লুত অভিনেত্রী শ্রাবন্তী
সোশ্যাল মিডিয়ায় শনিবার নিজের এক বোল্ড লুকে ছবি শেয়ার করে যেনো ঝড় তুলে দিয়েছেন অভিনেত্রী। যেখানে যশ ঘরণীর পরনে রয়েছে, কমলা রঙা অন্তর্বাস, নীল-সাদা রঙের মিশ্রণে সুতির পালাজো এবং একই কাপড়ের লম্বা সার্গ। সঙ্গে খোলা চুল আর কড়ির কানের দুল। ছবিতে অভিনেত্রীর বক্ষবিভাজিকা একেবারে স্পষ্ট। ‘সামার ভাইবস’ ক্যাপশনে লিখে ছবিগুলি শেয়ার করেছেন ঈশানের মা নুসরত। আর এই ছবি শেয়ার করার পর থেকেই সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে, একাধিক কটূক্তিতে। অভিনেত্রীর দিকে ধেয়ে এসেছে বহু খারাপ মন্তব্য। একেবারে খাপ পঞ্চায়েত বসিয়ে ফেলেছেন যেনো সবাই একসাথে।
একজন লিখেছেন, ‘একজন সাংসদ হয়ে এই ধরণের পোশাক অত্যন্ত কুরুচিকর’। আবার কেউ কেউ একেবারে সরাসরি অভিনেত্রীর ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। লিখেছেন, ‘মুসলিম নামের কলঙ্ক। ‘ আবার কেউ কেউ অভিনেত্রীর রাজনীতির জীবন টেনে এনে বলেছেন, বসিরহাটের যেসব বাসিন্দা ওনাকে জিতিয়েছেন তাঁদের ক্ষমা চাওয়া উচিৎ।
তবে এবারই প্রথম নয় কিছুদিন আগে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়েও কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। পাটায়ার বিচে বিকিনি পরে ট্রোলড হয়েছিলেন বসিরহাটে সাংসদ। কিন্তু অভিনেত্রী এইসব কিছুকেই একেবারে পাত্তা দিতে পছন্দ করেন না। নিজের মতো করে জীবন কাটানো কেই অধিক গুরুত্ব দিয়ে থাকেন বরাবর। তাই এইসব ব্যঙ্গ তাঁর দিকে ধেয়ে আসলেও কোনো ভাবেই তিনি কোনো মন্তব্য করেন না।