গসিপ

‘নুসরতকে রোদ্দুরের বৌ লাগছে’! গ্রেফতার হ‌ওয়ার পর কেন রোদ্দুর রায়ের স্টাইল ফলো করে ছবি দিলেন নুসরত?

তিনি অভিনেত্রী নুসরত জাহান, তারকা সাংসদ তিনি। যিনি সবসময় বিতর্কের মধ্যে থাকেন ছুটির দিনে শপিংমলে ঘুরতে গেলেও তাকে নিয়ে বিতর্ক হয়। একটি ছবি দিলেও তাকে নিয়ে বিতর্ক হয়। ঈদের শুভেচ্ছা বার্তা দিলেও তিনি বিতর্কিত হন। ব্যক্তিগত জীবনের জন্য, বিবাহ বিচ্ছেদের জন্য, গর্ভবতী হওয়ার জন্য, এবং নতুন করে যশের সাথে সম্পর্ক শুরু করার জন্য তিনি বিতর্কিত হন। সম্প্রতি তিনি আবার‌ও বিতর্কিত হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এইবার একটি নতুন ছবি পোস্ট করে বিতর্কিত হয়েছেন তিনি।

আরও পড়ুন: মেয়েরাই মেয়েদের শত্রু! মেয়েদের ছবিতে কু মন্তব্য করে মেয়েরাই, দেখলে ভীষন কষ্ট হয় দর্শনা বণিকের!

সপ্তাহের মধ্যে রোববার ছুটির দিন তাই সারা সপ্তাহের কাজ করে এইদিন নুসরাত জাহান একগুচ্ছ ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে কমলা রঙের ঢিলেঢালা জিন্সের প্যান্ট গোলাপি বেগুনি প্রিন্টেড ছোট্ট ব্রালেট আর মাথায় পেস্তা রংয়ের ব্যান্ডানা বেঁধেছেন নুসরত। হাতে আবার কয়েকটি সোনার চুড়ি ও পড়েছেন। সব মিলিয়ে অন্যরকম লাগছে তাকে। এই ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে আবার লিখেছেন,‘ সামার ভাইবস’

 

View this post on Instagram

 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

তার এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর অসংখ্য মানুষ তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কিন্তু তাকে ট্রোল করার মানুষের‌ও তো অভাব নেই। নেটাগরিকদের একাংশ তাকে ট্রোল করতে শুরু করেছেন এই ছবি দেখার পর। একজন লিখেছেন ‘রোদ্দুর রায়ের বউ বউ লাগছে।’ আসলে এই কটাক্ষের পিছনে কারন‌ও আছে। জনপ্রিয় ইউটিউবার রোদ্দুর রায় মাথায় ব্যান্ডানা পরেন, ছবিতে দেখা যাচ্ছে নুসরত‌ও সেই একই স্টাইল ফলো করেছেন তাই সকলে দুই ছবির মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন আর শুরু হয়েছে খোঁচা দিয়ে কথা বলা।

আরও পড়ুন: মা হলেন মানালি দে! পুঁচকি কে নিয়ে অবশেষে ছবি দিলেন প্রকাশ্যে! ভাইরাল মানালি অভিষেক ও পুঁচকির ছবি

প্রসঙ্গত উল্লেখ্য নিখিল জৈনের সাথে তার কোনো বিবাহ হয়নি বলে দাবি করলেও আইনি ভাষায় বিবাহ বিচ্ছেদ হয়েছে তাদের, সম্প্রতি টলিউডের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত ও তাদের পুঁচকে ছেলে ঈশানকে নিয়ে ভালোমতোই দিন কাটছে নুসরতের। তবে সম্প্রতি যশের দিন ভালো যাচ্ছেনা, কারণ যশ দাশগুপ্ত অভিনীত ছবি চিনেবাদাম প্রথম দিনেই ফ্লপ হয়েছে, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে এই সিনেমা থেকে। আবার অন্যদিকে চিনেবাদামের পরিচালক শিলাদিত্য মৌলিক ও প্রযোজক এনা সাহার সাথে মনোমালিন্যের কারণে ছবি মুক্তির ৫ দিন আগেই এই ছবির যাবতীয় প্রচারের থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন যশ। এর কারণ হিসেবে যশ পরিচালক ও প্রযোজক এর সাথে মতপার্থক্যের উল্লেখ করলেও পরিচালক শিলাদিত্য মৌলিক বলেছিলেন ছবির টাইটেল ট্র্যাকে একটি কালো ছেলেকে নেওয়ার কারণে যশ ক্ষুব্ধ হয়েছিলেন, তবে এই কারণেই তিনি ছবি থেকে সরে গিয়েছেন বলে মনে করেন না পরিচালক। এরপর পরিচালকের যাবতীয় অভিযোগকে অস্বীকার করে আইনি পথে যাওয়ার কথা বলেন যশ, তাৎপর্যপূর্ণ ভাবে এই সমগ্র বিষয়ে নুসরত এখনো অবধি মুখ খোলেননি।

Related Articles

Back to top button