গসিপ

কিছুদিন আগেই ফুকেট থেকে খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে ট্রোল হয়েছিলেন নুসরাত, আবারো ট্রোলারদের কথায় পাত্তা না দিয়ে সাহসী ছবি পোস্ট করেছেন সাংসদ অভিনেত্রী

বর্তমানে টলিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন নুসরাত জাহান। তিনি আগাগোড়ায় নিজের কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন সব কিছুর জন্যই সমালোচনায় থাকেন। বিশেষত অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহলের কোন শেষ নেই। কিন্তু এসব কোন কিছুকেই পাত্তা দেন না অভিনেত্রী। বর্তমানে তিনি স্বামীর সাথে ছুটি কাটাচ্ছেন থাইল্যান্ডে। আর সেখান থেকে বেশ ভালই ফটো পোস্ট করছেন তিনি। আর সেই ফটোইতেই সোশ্যাল মিডিয়াতে আগুন ছড়াচ্ছেন অভিনেত্রী।

নিজের কাজের পাশাপাশি সোশাল লাইফেও বেশ একটিভ থাকেন এই অভিনেত্রী। তবে প্রায় বেশ কয়েক মাস পরেই আবার উষ্ণ অবতারে ধরা দিলেন অভিনেত্রী। গত সোমবার ফি ফি আইল্যান্ড থেকে তাঁর উষ্ণ অবতারের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আগের ছবিগুলোর মতোই এই ছবিতে অভিনেত্রীকে দেখা গেল বিকিনিতে। যদিও সোশ্যাল মিডিয়া জুড়ে তার ঠোঁট, নাক এমন কি রোগা হওয়ার নিয়েও বেশ সমালোচনা শুনতে হয়েছে অভিনেত্রীকে। এসবকে পাত্তা না দিয়ে নিজের লাইফ এনজয় করছেন অভিনেত্রী। গত সোমবারের ছবিতে নুসরতের পরনে ছিল নীল রঙের একটি বিকিনি টপ, থাই স্লিট স্কার্ট, চোখে চশমা ও মাথায় টুপি। তাঁর হট ফিগারে মেতে রয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা।

সূত্র অনুযায়ী খবর বলিউডে ও পা রাখতে চলেছেন বঙ্গ ললনা। খুব শীঘ্রই অভিনেত্রীকে দেখতে পাওয়া যাবে সালমান খানের সঞ্চালিত নন-ফিকশন শো বিগ বস এ। যদিও অভিনেত্রী তরফ থেকে দর্শকদের উদ্দেশ্যে এখনো কিছু জানা যায়নি। তবে খবরটা একেবারেই পাকা। শুধু অভিনেত্রী একা নন তাঁর সাথে থাকছেন তাঁর স্বামী যশ। এবার শুধু এটাই দেখার যে টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা বলিউডে গিয়ে ঠিক কতটা সফল হতে পারেন।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

Related Articles

Back to top button