“মাত্র দুটো ডায়লগ বলেই ৫০,০০০ টাকা নিয়ে চলে গিয়েছিলেন মানালি”! দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে অভিনেত্রী মানালি দের প্রচুর ইনকামের সূত্র ফাঁস করলেন বন্ধু ইমন চক্রবর্তী

টলিউডের বড়পর্দা হোক বা ছোট পর্দা উভয়েরই খুবই পরিচিত মুখ অভিনেত্রী মানালি দে। ছোট পর্দা থেকে বড় পর্দাতে দাপিয়ে অভিনয় করছেন অভিনেত্রী। বর্তমানে স্টার জলসার স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক “ধুলোকণা” তে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আবার একই সাথে বাংলার সেরা ৫ ধারাবাহিকের মধ্যে স্থান করে নিয়েছে এই ধারাবাহিকটিও। সুতরাং বোঝাই যাচ্ছে এই ধারাবাহিকের পথ চলা।
তবে সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা যায় দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। জি বাংলার দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শো গুলির মধ্যে অন্যতম একটি রিয়েলিটি শো। এটি এমন একটি রিয়েলিটি শো যেখানে সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত থাকেন সেলিব্রিটিরাও। আর সেই সমস্ত এপিসোড খুবই জনপ্রিয়তা অর্জন করে দর্শকমহলে। এবারে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী মানালি দে এর সাথে গায়িকা তথা মানালির বান্ধবী ইমন। সঞ্চালিকা রচনার সাথে বেশ মজাদার কথোপকথন এর মাধ্যমে দুজনেই খেলেছেন বিভিন্ন মজাদার গেম।
এরই মাঝে কথায় কথায় ফাঁস হয়ে গেল এক গোপন তথ্য। আর মানালির এই গোপন তথ্য ফাঁস করে দিলেন বন্ধু ইমন। বলতে বলতে গায়িকা ইমন বলেন তিনি অভিনেত্রী মানালির বেশ পুরনো অনুগামী। একটা সময় অভিনেত্রী তাঁদের পাড়ায় শো করতে আসতেন। আর তখন মাত্র দুটো ডায়লগ বলেই ৫০,০০০ টাকা নিয়ে চলে গিয়েছিলেন অভিনেত্রী। ইমনের এই কথা শুনে হাসিতে ফেটে পড়েছিল মঞ্চ।
প্রসঙ্গত মানালি ও ইমনের বন্ধুত্ব সকলেরই জানা। বিশেষত সোশ্যাল মিডিয়ার দৌলাতে তাঁরও অনেক বেশি চর্চায়। যার কারণেই হয়তো দুজনের এপিসোড বেশ পছন্দ করেছে দর্শক মহল। একদিকে যেমন এই গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় হেসে লুটোপুটি খেয়েছেন দর্শক তেমনি আবার দুজনের বন্ধুত্ব বেশ উপভোগ করেছেন দর্শকেরা।
View this post on Instagram