আম্বানির স্ত্রীর সঙ্গেও রিলেশনে ছিলেন সঞ্জয় দত্ত! আম্বানি পরিবারের পুত্রবধূ টিনা আম্বানির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলিউড খ্যাত অভিনেতা সঞ্জয় দত্তের! তবে কেনো সরে আসতে হলো টিনাকে সম্পর্কের থেকে?

বলিউডের জনপ্রিয় স্টার কিড তথা অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। শুধু জনপ্রিয় বললে ভুল হবে, বলা ভালো অন্যতম বিতর্কিত অভিনেতা সঞ্জয়। এমন কোন বেআইনি কাজ নেই যা তিনি করেননি। নিজেকে আইনের উর্ধ্বে করে রেখেছিলেন অভিনেতা। একটা সময় এমন ছিল যখন তিনি সবসময় ড্রাগের নেশায় চুর থাকতেন। এমনকি বেআইনি অস্ত্র রাখার অভিযোগেও অভিযুক্ত অভিনেতা। বিভিন্ন বেআইনি কাজের জন্য একাধিকবার তাকে জেলেও যেতে হয়। যেমন একদিকে জীবন ছিল রোমাঞ্চ তেমনি ব্যক্তিগত জীবনও ছিল বেশ রঙ্গিন। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন সঞ্জয়। তবে টিনা মুনির সাথে সম্পর্কের কথা আমাদের অনেকেরই জানা।
যারা জানেন না তারা হয়তো অবাক হবেন। কিন্তু হ্যাঁ আম্বানি পরিবারের পুত্রবধূ টিনা আম্বানির সাথে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক ছিল অভিনেতা সঞ্জয় দত্তের। এই প্রেমের সম্পর্কে সঞ্জয় টিনা দুজনেই কমিটেড ছিলেন। কিন্তু একটা সময় এই সম্পর্কের থেকে বাধ্য হয়েই বেরিয়ে আসতে হয় টিনাকে।
প্রসঙ্গত এক সময় বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে নাম ছিল টিনার। বলিউডের অনেক বর্ষিয়ান অভিনেতার সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন এই অভিনেত্রী। বেশ কিছু প্রবীণ অভিনেতার মধ্যেও রয়েছেন সঞ্জয় দত্ত। খুব অল্প সময়ের মধ্যেই জনমনে জায়গা করেছিলেন নিজের জন্য। সঞ্জয় দত্তের সাথে জুটি বেঁধে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে টিনা। বেশ ফেমাস হয় সেসব সিনেমা। এই জুটিও বেশ জনপ্রিয় হয় দর্শকের কাছে।
রিলের রোমান্স কখন যে রিয়েলের রোমান্স উঠলো তা বুঝে উঠতে পারেননি কেউই। তবে দুজনের সম্মতিতেই এই সম্পর্কে এসেছিলেন তারা। বেশ কয়েকবার একে অপরের হাত ধরে ক্যামেরার সামনে ধরা দেন অভিনেতা অভিনেত্রী। শোনা যায় তাদের সম্পর্ক পৌঁছেছিল বিয়ে অবধি। এবার দর্শকের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে তবে টিনা কেন বিয়ে করলেন আনিল আম্বানি কে?
আসলে সঞ্জয় দত্তের এমন বহু বদ অভ্যাস ছিল যা সম্পর্কে থাকাকালীন জানতে পারেনি টিনা। ধীরে ধীরে সম্পর্কের গভীরতা ও সময় বাড়ার ফলে সেসব সামনে আসে টিনার। এসব ঘটনা দেখেই কিনা সিদ্ধান্ত নেন এই সম্পর্ক থেকে তিনি বেরিয়ে যাবেন। এরপরেই তিনি বিয়ে করেন বর্তমানের ভারতের বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে একজন অনিল আম্বানি কে। বলা বাহুল্য এরপর সঞ্জয় দত্তও পিছন ঘুরে তাকাননি। তৃতীয়বার বিয়ে করেন মান্যতা দত্ত কে। বর্তমানে তারা সুখী দম্পতি।