খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন পরিনীতি চোপড়া! ক্যামেরাবন্দি হয়ে যাওয়া সেই মুহূর্ত হলো ভাইরাল!

সেলিব্রিটিদের ঘরের খবর জানবার জন্য মানুষ সবসময় মুখিয়ে থাকেন আর সেই সেলিব্রিটি যদি হন পরিনীতি চোপড়া তাহলে তো আর কথাই নেই । দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি চোপড়া নিজের যোগ্যতায় বলিউডে জায়গা পাকা করে নিয়েছেন। একাধিক ধারার ছবিতে তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে আর এভাবেই পরিণীতি প্রমাণ করেছেন নিজের অভিনয় দক্ষতা। আজ মানুষ তার নিজস্ব পরিচয়েই তাকে চেনেন, তার অভিনয়ের জন্য আর তার দুর্দান্ত ফ্যাশন সেন্সের জন্য। নানা ধরনের ইভেন্টে তাকে দুর্দান্ত সব ডিজাইনার পোশাক পরতে দেখা যায়।
তবে বেশি খোলামেলা পোশাক পরে তিনি বেশ কয়েকবার বিভ্রাটের মুখে পড়েছেন। ঠিক যেমন সাম্প্রতিককালের ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিও তে দেখা যাচ্ছে বিভ্রান্তিকর অবস্থা। ‘জাবারিয়া জোড়ি’ সিনেমাতে সিদ্ধার্থ মালহোত্রা সাথে জুটি বেঁধে কাজ করেন পরিণীতি চোপড়া এই ছবির প্রমোশনের সময় সকলের সামনে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন অভিনেত্রী। এই ছবির প্রমোশনের সময় যখন সিদ্ধার্থ মালহোত্রা এবং পরিণীতি চোপড়া হাজির হয়েছিলেন তখন জনসাধারণের অনুরোধে সিনেমার একটি নতুন করে দর্শকদের সামনে তুলে ধরবার জন্য পরিণীতিকে কোলে তুলে নেন সিদ্ধার্থ। এই মুহূর্তেই একটি oops moment এর শিকার হন অভিনেত্রী। যেটি বর্তমানে ভাইরাল হয়ে গেছে একটি ভিডিওতে। যদিও ভিডিওটি অনেককালের পুরনো তবুও তা আবার সাম্প্রতিককালের চর্চায় চলে এসেছে।
ডিপ নেক কাট সবুজ রঙের একটি ওয়ান পিস ড্রেস পরে ছবির প্রোমোশনে হাজির হয়েছিলেন পরিণীতি চোপড়া। এই সময় তিনি যে ড্রেসটা পরে ছবির প্রোমোশনের হাজির হয়েছিলেন তা বেশ খোলামেলা ছিল। এই ড্রেসে তার বুকের সামনের অনেকটাই কাটা থাকার জন্য তার বক্ষ যুগল বেরিয়ে চলে আসছিল। সামনে প্রচুর দর্শক ছিলেন, এই সময় কোন রকমে হাত দিয়ে সামলে নেন পরিনীতি পুরো ব্যাপারটা।
আরও পড়ুন: ‘রূপঙ্করের নখের যোগ্য নয় যারা তারাই কটুক্তি করছেন রূপঙ্করকে’! মানতে কষ্ট হচ্ছে সুরকার জয় সরকারের!
তবে সবটা সামলানো হয়ে ওঠেনি, কারণ পুরো ঘটনাটি ক্যামেরাতে ধরা পড়ে আর তারপর চোখের সামনে হু হু করে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। সম্প্রতি আরও একবার এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখবার পর অনেক নেটিজেনরা কমেন্ট করেছেন যে, পরিনীতি এমনিতেই দেখতে খুব মিষ্টি মেয়ে, তবে তিনি যদি ডিপ নেক কাট পোশাক নাও পরতেন তাও তাকে সুন্দরই লাগতো। এটা না পরলে হয়তো এই অস্বস্তিকর মুহূর্তের সম্মুখীন হতে হতো না তাকে। অভিনেত্রীর এই অবস্থা দেখে তার ফ্যানেরা যারপরনাই একটু মনঃক্ষুণ্ণই হয়েছেন।