কে এই সৃজিতা? জনপ্রিয় ধারাবাহিক বোধিসত্ত্ব তে এক নতুন চরিত্রে যে শিশু শিল্পী অভিনয় করছেন তার পরিচয় কি?

জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। অল্প কয়েক দিনের মধ্যেই ধারাবাহিকটি জয় করে নিয়েছে হাজারো দর্শকের মন। একঘেয়ে কূটকাচালি, ঝগড়া, পরকীয়া এমন কি প্রেমের গল্পের বাইরে একেবারে নিখাদ একটি গল্প নিয়ে এসেছে এই ধারাবাহিকটি। বর্তমানে এই ধারাবাহিকে এক নতুন শিশুশিল্পীর আগমন ঘটেছে সৃজিতার চরিত্রে। বোধিসত্ত্ব ধারাবাহিকে ছোট্ট বোধির স্কুলের ক্লাসমেট তথা ফার্স্ট গার্ল সৃজিতার চরিত্রে অভিনয় করছে শিশু শিল্পী অয়ন্যা চ্যাটার্জী। এই ধারাবাহিক টি শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী এর আগেও বেশকিছু কাজ করেছে যার কারণে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সে একজন শিশু শিল্পীর মুখ হিসেবে পরিচিতি পেয়েছে।
জি বাংলার জনপ্রিয় ভক্তিমূলক ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণি। এই ধারাবাহিকে মা সারদার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন অয়ন্যা। বাংলা সিরিয়ালের ইতিহাসে নামকরা এই ধারাবাহিকে ছোট্ট শিশু শিল্পীর অভিনয় তে মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা। এরপরই তাকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি। চলতি বছরেই এই ধারাবাহিক শেষ হয়। তবে তার আগেই মা সারদার ছোটবেলার চরিত্রে অভিনয়ের শেষ হয়েছিল। তারপর থেকেই দর্শক অভিনেত্রীর মুখ ভুলতে পারেননি। এখন সে ক্লাস ফোরে পড়ে। তবে এদিকে একটি ধারাবাহিক শেষ হতে না হতেই দারুন খুশির খবর আসে শিশু শিল্পীর কাছে।
টলিউডের জনপ্রিয় পরিচালক মৈনাক ভৌমিকের সিনেমা মিনিতে অভিনয় করার সুযোগ পান অভিনেত্রী। ক্যারিয়ারের একদম শুরুতেই বাংলা সিনেমার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে মিমি চক্রবর্তীর সাথে অভিনয় করার সুযোগ পান খুদে শিশুশিল্পী। এই সিনেমায় মিমির মাসির চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী মিমি।
এরপর কিছুদিন নিজেকে ক্যামেরার থেকে সরিয়ে নেন তিনি। পড়াশোনায় মন দেন। সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক “বোধিসত্ত্বের বোধ বুদ্ধি” ধারাবাহিকের হাত ধরে কাম ব্যাক করে অয়ন্যা। যদিও করুণাময়ী রানী রাসমনির মা সারদা কে দর্শক এখনও ভুলেনি একথা আশা করা যেতেই পারে। আর বর্তমান ধারাবাহিক ও বেশ পরিচিতি পাচ্ছেন ছোট্ট শিশু শিল্পী অয়ন্যা।