টেলিভিশনে দিদা, ঠাম্মির রোলে নজর কেড়েছে তাঁর অভিনয়! তবু সিনেমায় কেন শিবপ্রসাদ ছাড়া আর কেউ কাজ দেন না, এবারে অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও কাজ শুরু করতে চলেছেন জনপ্রিয় চলচ্চিত্র এবং মঞ্চাভিনেত্রী অনুসূয়া মজুমদার

বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী অনুসূয়া মজুমদারকে চেনেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি তিনি তিনি একজন জনপ্রিয় মঞ্চাভিনেত্রী। ‘কুসুমদোলা’, ‘কুন্দ ফুলের মালা’, ‘অন্দরমহল’, ‘গাছকৌটো’ এর মতন বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। তার অভিনয়ের দক্ষতা নিয়ে কোনরকম প্রশ্ন করার করা সাহস কারো নেই। তবে প্রথম থেকে যে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তা নয়, প্রথমদিকে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে একজন চাকরিপ্রার্থী ছিলেন অনুসূয়া মজুমদার। একসময় সেই পদের দায়িত্ব সামলানোর পাশাপাশি নাচ, অভিনয়, থিয়েটার ইত্যাদি করতেন তিনি।
এরপর ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি চলচ্চিত্র জগতেও শুরু করেন অভিনয়। তার অভিনীত বেশ কিছু চলচ্চিত্রের মধ্যে অন্যতম হলো ‘তাহাদের কথা’, ‘কালরাত্রি’, ‘ভাল থেকো’, ‘চিত্রাঙ্গদা’ এবং আরও অনেক ছবি। তার প্রথম ছবি ‘চেনা মুখে’ মৃণাল সেন তার অভিনয় দেখে ‘মহাপৃথিবী’ ছবির জন্য প্রস্তাব দেন। তারপরে আর থেমে থাকেনি অভিনেত্রী। চাকরি এবং অভিনয় দুটো একসঙ্গে করতে করতে হঠাৎ অভিনয়ের প্রতি ভালোবাসা টা বেড়ে গেল অভিনেত্রীর।
বর্তমানে বয়স ৭০ পেরিয়ে গেলেও অভিনয়ের দক্ষতা এতটুকুও কমেনি। সম্প্রতি স্টার জলসার নতুন ধারাবাহিক এক্কাদোকা তে পোখরাজের ঠাকুরমার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রীকে। তবে শুধুমাত্র অভিনয় নয় কিছুদিন আগেই সহ পরিচালক হিসেবে এক থিয়েটারে কাজ সেরেছেন। ইতিমধ্যে সিনেমা এবং পরবর্তী কোনো কাজে পরিচালক হিসেবে কাজ করার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর।