গসিপ

“এক সময় না খেয়ে কাটিয়েছি, হোটেলে বাসন মেজেছি তবে আত্ম;হত্যার ভাবনা আসেনি”, “আমি জীবনে বিশ্বাসী” – সাক্ষাৎকারে অকপট সকলের প্রিয় বামাক্ষ্যাপা ওরফে সব্যসাচী

সব্যসাচী চৌধুরী, বর্তমানে টেলিভিশন জগতে বেশ পরিচিত মুখ। বিশেষত তিনি জনপ্রিয় আধ্যাত্মিক বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য। ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ তেও তাঁকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। আবার মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে মুখ্য চরিত্র বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেন তিনি। সম্প্রতি তিনি পা রেখেছেন ওয়েব সিরিজেও। সামনেই আসতে চলেছে সব্যসাচী অভিনীত ক্লিকের নতুন ওয়েব সিরিজ “ভাগাড়”। সেই সূত্রেই অভিনেতার কাছ থেকে শোনা যায় তাঁর জীবনের কিছু অভিজ্ঞতার কথা।

এই ওয়েব সিরিজের প্রিমিয়ারে তিনি এসেছিলেন আর সেখানেই তাঁকে একটি ইউটিউব চ্যানেল থেকে কিছু প্রশ্ন করা হয়। ভাগাড়ে মূলত দেখানো হয়েছিল জীবন সংগ্রামের সাথে লড়তে লড়তে ক্লান্ত হয়ে গিয়ে গল্পের নায়ক বেছে নেন আত্মহত্যার পথ। এই প্রসঙ্গেই সব্যসাচীকেও প্রশ্ন করা হয় যে তার জীবনেও এরকম কোন সময় কেটেছে কিনা। সে প্রশ্নের উত্তরে অভিনেতা স্পষ্ট জবাব দেন, “কোনদিনও না আমার কখনো আসেনি, মানে আমি জীবনে খুব বিশ্বাসী। আমার এমনও হয়েছে, এখন হয়তো সবাই চেনে যে আমি অভিনয় করি। বহুদিন গেছে যখন আমি খেতে পেতাম না। আমি এক বেলা খেয়ে থাকতাম। আমি সব কিছু করেছি জীবনে মোটামুটি। বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করেছি, কেএফসিতে কাজ করেছি। বাসন মেজেছি, ফ্লোর মপ করেছি। আই হ্যাভ ডান এভরিথিং। আমার কখনো এরকম মনে হয়নি যে বেঁচে থেকে কি লাভ। ওখান থেকে ফিরে আসাটাই তো জীবন আমি এটাই মনে করি”।

এরপর অভিনেতাকে বলা হয় তাহলে কি সব্যসাচী এই জন্যই এত গ্রাউন্ডেড? এই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, “আমি কখনো মাঠের উপর উঠিনি তো না আমার তো প্রশ্ন আসেনা। ভেবে দেখো তোমার ক্যারিয়ারে অ্যাচিভমেন্ট বা তুমি যা কাজ করছ তা মানুষ চিনছে, মানুষ তোমাকে চিনছে বা তুমি সেখান থেকে টাকা-পয়সা রোজগার করছ দ্যাট ইজ ডিফারেন্ট। ওটাকে যদি তুমি সরিয়ে দেখো এখানে যতজন মানুষ এসেছে। এই প্রিমিয়ারে যতজন উপস্থিত আছে বা তুমি নিজেও তুমি এখন যেটা করছ সেটা তোমার কাজ তুমি করছো যখন তুমি বাড়ি ফিরবে তোমার একটা পরিবার আছে তোমার একটা নিজস্ব জগত আছে ওইটা তুমি। আমারও তাই আমি যখন ফিরে যাই তখন আমি”। এবার সাংবাদিক বলেন আচ্ছা তাহলে কখনো মেলায় না? অভিনেতা একটু হেসে বলেন “না”।

Related Articles

Back to top button