গসিপ

‘KGF Chapter 2 ‘ রিলিজের পূর্বে বড়সড় সিক্রেট ফাঁস পরিচালকের! মদ খেয়েই লিখতে বসেছিলেন ছবির গল্প!

আসন্ন ছবি KGF Chapter 2 নিয়ে এখন মেতে রয়েছে আট থেকে আশি। ছবির মুক্তির পূর্বেই বেশ বোঝা যাচ্ছে ছবি কতোটা বাজার তৈরি করতে চলেছে। KGF এর পরিচালক প্রশান্ত নীল প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে এ কি কথা সামনে আনলেন! প্রশান্ত নীল নিজের তীব্র মদের প্রতি আসক্তির কথা প্রকাশ্যে একেবারে বলেছেন। যেখানে তিনি প্রতিটি ছবির গল্প লিখতে বসেন মদ খেয়ে এমন কথা সামনে এনেছেন। এই কথা শোনার পর সোশ্যাল মিডিয়া তোলপাড় হবে এটাই স্বাভাবিক। তবে ভারতের ছবির জগতে এই ঘটনা আগে ঘটেছে বলে মনে হয়না।

আরও পড়ুন: প্রিয় নায়ক থালাপতি বিজয়ের ছবি দেখতে তামিলনাড়ুতে রেকর্ড সংখ্যক ছুটির আবেদন জমা পড়েছে! দুই ইসলামিক স্টেটে ব্যান হলো এই ছবি

টিনসেল টাউনের বুকে বুধবার মুক্তি পেতে চলেছে KGF Chapter 2। তার ঠিক আগের মুহূর্তে নিজের সম্পর্কে এমন বড়সড় কথা ফাঁস করেছেন পরিচালক। নিজের মদের প্রতি আসক্তির কথা তিনি সামনে এনেছেন। এই কথা শোনার পর রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন সবাই। আসন্ন ছবি ইতিমধ্যেই বক্স অফিস কাঁপাতে শুরু করেছে। সেই কারণেই কৌতূহল বশত জিজ্ঞাসা করা হয়েছিল পরিচালককে, এমন দুর্দান্ত ছবির আইডিয়া তিনি ঠিক কোথায় পেলেন? এই প্রশ্নের উত্তরে তিনি জবাব দিয়েছেন, একমাত্র নেশাগ্রস্ত অবস্থাতে তাঁর যে ঘটনা মনে ধরে সেই ঘটনা নিয়ে তিনি পড়ে গল্পের বাকি অংশকে এগিয়ে নিয়ে যান।

পরিচালকের মত অনুযায়ী, সবক্ষেত্রে গল্পের বিষয়বস্তু ভালো হলেও ছবির ক্ষেত্রে হয়না, সেক্ষেত্রে গল্পের উপস্থাপনা ঠিক কি ভাবে হচ্ছে তার সাথে সাথে কতোটা দর্শকের বোধগম্য হচ্ছে বিষয় সম্পর্কে তার ওপর ছবির ভবিষ্যত নির্ভর করে। এই কথা বলতে বলতে তিনি আবার মজার ভঙ্গিতে বলে বসেন, তিনি যে নিজের মদের প্রতি আসক্তির কথা স্বীকার করে নিলেন এই বিষয় যেনো সবার সামনে নিয়ে আসা হয়। কোনোভাবেই বিষয়টিকে যেনো বাদ না দিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: দুই পৃথিবীর মধ্যে জোর টক্কর লেগেছে ! ইতিমধ্যেই দেবের ‘কিশমিশ’ কে ছাপিয়ে এগিয়ে রয়েছে জিৎ এর ‘রাবণ!’

তবে ছবি মুক্তির প্রাক মুহূর্তে এভাবে প্রকাশ্যে নিজের মদের প্রতি নেশার কথা বলার জন্য যে দম থাকতে হয় একথা স্বীকার করে নিয়েছেন অনেকেই। তবে ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তীব্র উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শোনা গিয়েছে, আরআরআর এর রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে এই ছবি। এই ছবির ভোর ৬ তার টিকিটের জন্যও ভক্তদের মধ্যে ভিড় লেগে গিয়েছে। এমনকি মুম্বাইয়ের প্রাইম লোকেশনের সিনেমা হল গুলিতে টিকিট ১৫০০ টাকাতেও বিকোচ্ছে। দিল্লিতে আবার আরও বেশি ১৮০০ থেকে ২০০০ টাকা।

Related Articles

Back to top button